বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
জর্ডান এফটিমভ-এর কবিতা
জর্ডান এফটিমভ (Jordan Eftimov, 1971)-- এর জন্ম বুলগেরিয়ার রাজগ্রাজডে। তিনি পড়াশোনা করেছেন বুলগেরীয় দর্শন এবং সাহিত্য নিয়ে। এখন পর্যন্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ছয়। কবিতার জন্য তিনি জাতীয় পুরস্কারে সম্মানিত । কবি ও সাহিত্য সমালোচক জর্ডান সোফিয়া ইউনিভার্সিটিতে সাহিত্যতত্ত্ব এবং বুলগেরিয়ো আধুনিকতা-- বিষয়ে পাঠদান করেন। প্রখ্যাত সাপ্তাহিক কাগজ Literature vertnik-- এর তিনি অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক।তাঁর কবিতা উত্তরাধুনিক ও ধ্রুপদী উপাদানের কোলাজ।
১. প্রবেশ
তুমি বালিতে গেঁথে রাখো তোমার চিবুক
তার কাঠিন্য কাঠিন্য
তার কাঠিন্য কাঠিন্য অনুভব করতে।
তার ভেতরে সাঁতরাও তুমি তুমি
--- বাতাসের মতোই এটা নরম ।
তুমি তার অভ্যন্তরে শ্বাস নাও
----এটা ফাঁকা।
কোমর পর্যন্ত তুমি নিজেকে ডোবাও
তারপর ঘাড়।
সব শেষে তুমি পড়ে থাকো একটা খড় আঁকড়ে
ভেতরে তাকাবে বলে
ধীরে ধীরে তুমি উঠে আসো।
দুমুঠো বালি তুলে নাও,
দরাজ হাতে প্যাক করো, লেবেল লাগাও
তারপর চালান করো মুখের ভেতর।
তুমি চেবাও, থুতু ফেল,
বালির প্রতিটি দানা
লেগে থাকে তোমার ঠোঁটে ,তোমার চোখে,
তোমাকে মনে করায় তুমি হয়ে উঠেছ
শম্বুকজাতীয় থেকে একজন ঘাতক।
২.হেঁয়ালিপূর্ণ বোমা
শীতলীভবনকে সন্দেহ করা যুক্তিযুক্ত:
তোমাদের চেয়ে আলাদা সর্বদা লেখকের ভাব,
নামকরণ এবং নির্মান এমন সব জিনিসের যেগুলো ধরা যায় কম নশ্বর।
এই অভিযোগ ফটোগ্রাফারের ক্ষেত্রেও একই রকম খাটে ।
অথবা আত্ম-অভিযোগ।
যা বাদ দেয় না ঈর্ষা
তাদের প্রতি যাদের জীবন সহজ;
যখন তারা বন্ধু হারায়
কখনোই শোক করে না।
তারা জানে পূর্বনির্ধারিত সত্যকে
এবং ঘটনার অভিঘাত
যা উৎক্ষিপ্ত
পরিকল্পনার অংশ নয় ।
এটা অবশ্য কোনো জ্ঞান নয়।
এটা কিছুই না।
৩. একই সব বিমানবন্দর
সব বিমানবন্দরেই একই ব্যাপার
---- এতটা অপরিচিত, যে তাকে শেষ পর্যন্ত খুঁজে
পাওয়ার সম্ভাবনায় তুমি নেশাতু্র।
কিন্তু তুমি তা পাও না পাও না না ।
এখন যখন তারা বোতলটা খুলে ধরে তুমি খুলে ধরে ধরে তুমি গ্রাহ্যই করো না,
কিন্তু কেউ কিছুই তোমাকে চায় না,
অথচ গলাটা দিয়ে একটা ভালো করাত হতে পারতো।
এই সুবিধাজনক যন্ত্র দিয়ে জিনিস কাটার কথা তোমার বিবেচনার বাইরে
অপরিচিত ডানায় উড়ে যাও এত এত আকাশ যেগুলো তোমারই।
একটি শিশু যেভাবে হালকা বাতাস কেটে যায়। যেমন জগত , যা তোমার, তোমার ভেতরের অপরত্বের মতো নয়।
বাহ্! বেশ কবিতাগুলি ।
উত্তরমুছুন