সোমবার, ১ জুন, ২০২০

আটপৌরে কবিতা ২৪৬-২৫০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা 
নীলাঞ্জন কুমার 

২৪৬

, / ;  / ।
  ) যতি  (
না থাকলে চলবে তো!

২৪৭

হাতজোড়/ প্রণাম/ আঘাত 
       ) ক্ষমা (
চাওয়ার কত যে নমুনা !

২৪৮

নিঃসঙ্গ/ শূন্যতা /গতিহীন 
   )অবসাদ  (
কেমন করে জড়িয়ে যায় !

২৪৯

ঘরোয়া/  এলোমেলো/ আরামদায়ক 
     ) আটপৌরে  (
বড় অকৃত্রিম বড় অকৃত্রিম !

২৫০

প্রতারণা/  বিশ্বাসহন্তা/ ধোঁকা 
           ) অপরাধ  (
অনেকে করে চলে প্রতিনিয়ত ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...