অণুগল্প || নামকরণ
ফটিক চৌধুরী
ভারতী আমাদের বাড়িতে কয়েকবছর ধরে রান্না করছে।লকডাউনের পর থেকে বাড়িতে আসা নিষেধ। মাইনেটা সময়মত নিয়ে যায়। ওদের বাড়ি ছিল সুন্দরবনের সাগরদ্বীপে। ওখানে ওদের বাড়ি,জমিজিরেত সবকিছু ছিল কিন্তু আয়লার বাঁধ ভেঙে সর্বস্বান্ত করে দিয়েছে। কলকাতায় এসে এখানে পাড়ার ফুটপাথে ওর স্বামী একটি চায়ের দোকান দেয়। ভারতী রান্নার কাজ ধরে।ওর ব্যবহার, চেহারা দেখে মনে হয় ভালো পরিবারের মেয়ে।আম্ফানের পর ওর মাইনেটা নেওয়ার জন্য ফোন করলে ও বলে, " দাদাবাবু, শরীর খারাপ তাই মেয়েকে পাঠাচ্ছি। আমি বলি, তোমার মেয়েকে তো দেখিনি,চিনব কি করে? কি নাম?
- আয়লা
- আয়লা?
আয়লার সময় হয়েছে বলে ওর নাম আয়লা।
আমি মনে মনে ভাবি, তাহলে কি এবার আম্ফান এর সময় কারও নাম আম্ফান রাখা হবে?
মনটা বিষন্নতায় ছেয়ে গেল।
ফটিক চৌধুরী
ভারতী আমাদের বাড়িতে কয়েকবছর ধরে রান্না করছে।লকডাউনের পর থেকে বাড়িতে আসা নিষেধ। মাইনেটা সময়মত নিয়ে যায়। ওদের বাড়ি ছিল সুন্দরবনের সাগরদ্বীপে। ওখানে ওদের বাড়ি,জমিজিরেত সবকিছু ছিল কিন্তু আয়লার বাঁধ ভেঙে সর্বস্বান্ত করে দিয়েছে। কলকাতায় এসে এখানে পাড়ার ফুটপাথে ওর স্বামী একটি চায়ের দোকান দেয়। ভারতী রান্নার কাজ ধরে।ওর ব্যবহার, চেহারা দেখে মনে হয় ভালো পরিবারের মেয়ে।আম্ফানের পর ওর মাইনেটা নেওয়ার জন্য ফোন করলে ও বলে, " দাদাবাবু, শরীর খারাপ তাই মেয়েকে পাঠাচ্ছি। আমি বলি, তোমার মেয়েকে তো দেখিনি,চিনব কি করে? কি নাম?
- আয়লা
- আয়লা?
আয়লার সময় হয়েছে বলে ওর নাম আয়লা।
আমি মনে মনে ভাবি, তাহলে কি এবার আম্ফান এর সময় কারও নাম আম্ফান রাখা হবে?
মনটা বিষন্নতায় ছেয়ে গেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন