প্রস্ফুটিত || দুর্গাদাস মিদ্যা || কবিতা
প্রস্ফুটিত হওয়ার ইচ্ছে আমার আবহমানকাল
যেভাবে ফুটে উঠে ফুল
যেভাবে মাথা তুলে ধানের চারা
নদীর মতো বয়ে যাবার ইচ্ছে কুলকুল
আকুল এই বাসনায় হৃদয় টইটম্বুর।
যেভাবে আকাশে পাখি উড়ে আপন উল্লাসে
ঠিক সেই ভাবে উড়ে যেতে চায় মন সারাক্ষণ।
কোনো বিষন্নতা নয় নয় কোনো উদ্বেগ
সাধারণ গতিবেগে যেমন চলে জীবন।
আকাশের মতো বিশাল স্বপ্ন ছুঁতে চায়
চায় তারাদের মতো ফুটে উঠে
মানুষের মতো মানুষ হতে চাই সাফল্যের করপুটে।
কত প্রেম কত ভালোবাসা বুক জুড়ে বাঁধে বাসা
কবে থেকে
আমি তো বারবার ফিরে গেছি তার কাছে
যে আমাকে মানুষ করেছে।
প্রস্ফুটিত হওয়ার ইচ্ছে আমার আবহমানকাল
যেভাবে ফুটে উঠে ফুল
যেভাবে মাথা তুলে ধানের চারা
নদীর মতো বয়ে যাবার ইচ্ছে কুলকুল
আকুল এই বাসনায় হৃদয় টইটম্বুর।
যেভাবে আকাশে পাখি উড়ে আপন উল্লাসে
ঠিক সেই ভাবে উড়ে যেতে চায় মন সারাক্ষণ।
কোনো বিষন্নতা নয় নয় কোনো উদ্বেগ
সাধারণ গতিবেগে যেমন চলে জীবন।
আকাশের মতো বিশাল স্বপ্ন ছুঁতে চায়
চায় তারাদের মতো ফুটে উঠে
মানুষের মতো মানুষ হতে চাই সাফল্যের করপুটে।
কত প্রেম কত ভালোবাসা বুক জুড়ে বাঁধে বাসা
কবে থেকে
আমি তো বারবার ফিরে গেছি তার কাছে
যে আমাকে মানুষ করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন