কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
মানব অশ্রু । ভবেশ বসু । কবিতিকা । আশি টাকা
সুন্দর পারিপাট্য, ভালো কাগজ দিয়ে সৌন্দর্যে ভরা কাব্যগ্রন্থ ভবেশ বসু- র ' মানব অশ্রু ' পড়ে একথা বলতে পারি , পড়ার পর হিন্দি সিনেমার মতো সব উধাও হয়ে যায় । আকর্ষণ করার মতো কিছু অবশিষ্ট থাকলে খুশি হতাম , কিন্তু আকর্ষণের জন্য যা করা প্রয়োজন তা এই কাব্যগ্রন্থে অনুপস্থিত ।
কবির নিজস্ব একটা ভাবনার দিক আছে কিন্তু তা এত বেশি কথার ভেতর দিয়ে যায়, যা বিব্রত করে ।তবু শিরোনামহীন এ গ্রন্থে যখন পাই: ' আমি বাঁচতে চাই/ ইট কাঠ লোহা দিয়ে আমি কি করবো? / আমি ক্ষুধার্ত খুব/ পূজার জন্য লাগবে আমার আগুন কিছু ।' তা ভেবেচিন্তে যুক্তি খুঁজে পেলেও শব্দচয়ন ও দ্যোতনার দিক থেকে ভাবনাচিন্তার অবকাশ থেকে যায় ।
যদিও ভবেশ বসু কবিতা নিয়ে দীর্ঘ দিন আছেন,
একই ভাবে লিখছেন তাই মনে করি তাঁর কবিতার ধারা পাল্টানো প্রয়োজন । নাহলে তাঁর আমার পঠিত কাব্যগ্রন্থগুলির সঙ্গে এটিকে আলাদা করা কঠিন হচ্ছে ।
' মানব অশ্রু ' র ভেতরে পরিমিতিবোধ নেই , তাই স্পর্শ করে না । ভবিষ্যতে তাঁর কাছ থেকে পেয়ে যাব অন্য ধারার কবিতা যা নিয়ে দীর্ঘ আলোচনা করা সম্ভব হবে । কমলেশ নন্দের প্রচ্ছদ বুদ্ধিদীপ্ত।
মানব অশ্রু । ভবেশ বসু । কবিতিকা । আশি টাকা
সুন্দর পারিপাট্য, ভালো কাগজ দিয়ে সৌন্দর্যে ভরা কাব্যগ্রন্থ ভবেশ বসু- র ' মানব অশ্রু ' পড়ে একথা বলতে পারি , পড়ার পর হিন্দি সিনেমার মতো সব উধাও হয়ে যায় । আকর্ষণ করার মতো কিছু অবশিষ্ট থাকলে খুশি হতাম , কিন্তু আকর্ষণের জন্য যা করা প্রয়োজন তা এই কাব্যগ্রন্থে অনুপস্থিত ।
কবির নিজস্ব একটা ভাবনার দিক আছে কিন্তু তা এত বেশি কথার ভেতর দিয়ে যায়, যা বিব্রত করে ।তবু শিরোনামহীন এ গ্রন্থে যখন পাই: ' আমি বাঁচতে চাই/ ইট কাঠ লোহা দিয়ে আমি কি করবো? / আমি ক্ষুধার্ত খুব/ পূজার জন্য লাগবে আমার আগুন কিছু ।' তা ভেবেচিন্তে যুক্তি খুঁজে পেলেও শব্দচয়ন ও দ্যোতনার দিক থেকে ভাবনাচিন্তার অবকাশ থেকে যায় ।
যদিও ভবেশ বসু কবিতা নিয়ে দীর্ঘ দিন আছেন,
একই ভাবে লিখছেন তাই মনে করি তাঁর কবিতার ধারা পাল্টানো প্রয়োজন । নাহলে তাঁর আমার পঠিত কাব্যগ্রন্থগুলির সঙ্গে এটিকে আলাদা করা কঠিন হচ্ছে ।
' মানব অশ্রু ' র ভেতরে পরিমিতিবোধ নেই , তাই স্পর্শ করে না । ভবিষ্যতে তাঁর কাছ থেকে পেয়ে যাব অন্য ধারার কবিতা যা নিয়ে দীর্ঘ আলোচনা করা সম্ভব হবে । কমলেশ নন্দের প্রচ্ছদ বুদ্ধিদীপ্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন