বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
ক্রাসিমির ভারডিয়েভ-এর কবিতা
ক্রাসিমির ভারডিয়েভ (Krasimir Vardyev, 1978) জন্মেছেন বুলগেরিয়ার বেলোস্লাভে। সুমেন- এর কনটানটিন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন। কবিতা এবং প্রবন্ধের জন্য তিনি একাধিক পুরস্কারে পুরস্কৃত। তাঁর প্রথম কবিতা গ্রন্থ Curb জন্য ২০০১ সালে প্রাপ্ত Southern Spring Award উল্লেখযোগ্য। ১৯৯৮ থেকে ২০০৩, এই সময় কালে তিনি বুলগেরিয়ার Street Poetry ক্যাম্পেইনের অগ্রনেতা ছিলেন। তাঁর দ্বিতীয় কবিতাগ্রন্থ symbiosis প্রকাশিত হয় ২০০৭। তাঁর কবিতা নিরীক্ষামূলক । কবিতার আঙ্গিক নিয়ে তিনি নানান রকমের পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তার অধিকাংশ কবিতায় পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার্স ব্যবহৃত হয়নি। বর্তমানে তিনি সোফিয়ার অধিবাসী।
বাড়িফেরা
১.
ফিরে এসো
ইডেন বাগানে
এমনকি কীটপোকারাও
সেখানে
দুঃখ করে
তোমার জন্যে
২.
ফলগুলো
সেখানে
স্বপ্ন দেখে
তোমার দাঁতগুলোর
৩.
পুষ্পলতা
তৃষ্ণার্ত
জড়াবে বলে
তোমার সাদা
মোমালো
পাঁজর
৪.
তোমার ছিপছিপে
শরীরের
স্মৃতিতে
হ্রদ
হাসছে ঢেউয়ে
৫.
তোমার পুরোনো কুকুরের
ভূত
বেঞ্চের তলায়
স্বপ্ন দেখছে
আর লেজ নাড়ছে
৬.
আপেল গাছের তলায়
সবুজ মস
এখনো ধরে
শরীরের
অবয়ব
৭.
মাকড়সারা
শুনেছে
তুমি আসছো
তারা বুনছে
বেডশীট
তোমার জন্যে
৮.
গাছেদের
ফুলগুলো
উড়ে যায়
প্রতিবসন্তে
তোমার চুলের
খোঁজে
৯.
শূন্য ভাঁড়ার
স্বপ্ন দেখে
ছুটির দিনের
১০.
তোমার প্রথম
বেড়ালের
প্রপৌত্র
বর্ণনা করে
মানুষের কিংবদন্তি
১১.
ঘাস ও ফুলে
ছড়ানো
পুঁতিগুলো
ভাবে
তারা পাথর
১১.
নমনীয় স্বজাতীয়
তোমাকে ছোঁয়
পাগুলোকে
মনে হতে থাকে
শিকড়
যা গভীরভাবে শ্বাস নেয়
১২
ভালোবাসার ঘোষণা
আমি পান করবো
তুমি জানো
তোমার চোখ
বাচ্চাদের ট্রেন
ঘুরছে
চোখের তারার
চারপাশে
আমি তাকে পান করব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন