বুধবার, ৩ জুন, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার

কিছু বই কিছু কথা ।নীলাঞ্জন কুমার 



ফিনিক্স পাখির রূপকথা । দ্বিজেন আচার্য । ঈশ্বর গুপ্ত পরিষদ । ষাট টাকা ।

' সম্পর্কের  মধ্যে বিনোদন পাপ/  সন্ধ্যা নিবিড় হলে অরণ্য গহিনে/  ময়ালের দীর্ঘশ্বাস ' ( ' কালবেলা ' ) কিংবা, 'তুমিই আমার বিনোদিনী । তুমিই গহরজান/ এই জীবনে পরম পাওয়া রেয়ার কালেকশন ।' ( 'অদ্বিতীয়া') এর মতো সম্পর্ক ভিত্তিক কবিতায়  বিপরিতার্থক ভাবনার সন্ধান পাই কবি দ্বিজেন আচার্যর
' ফিনিক্স পাখির রূপকথা ' কাব্যগ্রন্থে।
                কবি দ্বিজেন সেই কবি যিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন ।।কবি ভালোবাসেন রূপকথা । ভালোবাসেন বিপরীতার্থক চিন্তার সঙ্গে নিজেকে মেশাতে,  তার প্রভাব পাই এখানে । যাকে কবিতা মান্যতা দেওয়া যায় ।
             কবি দ্বিজেনের কবিতা পড়তে গিয়ে এক একটি লাইন এক একটি রহস্যের সামনে এনে দেয় । তবে যখন 'মাকে ধর্ষিত হতে দেখেছি/ বোনকে বিক্রি করেছি দুটাকায় ' তখন তা ধ্বসে পড়ে ।
               ক্ষোভ ভালো । তবে কি করে শব্দ দিয়ে সাজাতে হয় তা কঠিন । উনি রূপকথা ফিনিক্স নিয়ে চিন্তা সাজান এই পর্যন্ত ।' যাব ঘুমের ভেতরে আজ আরশি নগরে চলে যাব- /এই নাও সিন্দুকের চাবি ...'- র বাইরে না গেলে ভালো হয় । সুবল সরকারের প্রচ্ছদে  রঙের ব্যবহার চোখে লাগে । কালার কম্বিনেশনে খামতি  আছে ।

1 টি মন্তব্য:

  1. প্রচ্ছদ বেশ ভালো লাগলো। আর এখানে যে কটি লাইন পড়লাম তাতে এই বই পড়ার ইচ্ছে প্রবল হলো।

    উত্তরমুছুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...