যদি
সমীর কুমার বন্দ্যোপাধ্যায়
স্বেচ্ছাবন্দী হয়ে আছি। কেন ?
সর্বগ্রাসী আতঙ্কের জন্য
নাকি, হয়ে শাসকের আদেশ ধন্য
জানিনা, কিসের জন্য ;
তিনকাল তো কেটেছিল বেশ
শেষকালে কি এভাবেই শেষ ?
আশ্চর্য মানবজাতি
এত যে বিজ্ঞানভকতি
প্রকৃতির এক ঝটকায়
সব গবেষণার পাতা উড়ে যায় !
শুধু কর্মেই ছিল অধিকার
বাস্তবের মাটিতে পা রাখার
চেষ্টা থাকতো যদি
আপন বেগে বইতে দিতাম নদী
সোনার ফসলে ভরতো মাঠঘাট
বাদ দিতাম যদি শহুরে ঠাটবাট
মনে রাখতাম ধরিত্রী মায়ের কথা
হয়তো বা পেতাম না আজ এত ব্যথা
এখনও তো সময় আছে
আকাঙ্খার আগুন রাখো পাশে।।
সমীর কুমার বন্দ্যোপাধ্যায়
স্বেচ্ছাবন্দী হয়ে আছি। কেন ?
সর্বগ্রাসী আতঙ্কের জন্য
নাকি, হয়ে শাসকের আদেশ ধন্য
জানিনা, কিসের জন্য ;
তিনকাল তো কেটেছিল বেশ
শেষকালে কি এভাবেই শেষ ?
আশ্চর্য মানবজাতি
এত যে বিজ্ঞানভকতি
প্রকৃতির এক ঝটকায়
সব গবেষণার পাতা উড়ে যায় !
শুধু কর্মেই ছিল অধিকার
বাস্তবের মাটিতে পা রাখার
চেষ্টা থাকতো যদি
আপন বেগে বইতে দিতাম নদী
সোনার ফসলে ভরতো মাঠঘাট
বাদ দিতাম যদি শহুরে ঠাটবাট
মনে রাখতাম ধরিত্রী মায়ের কথা
হয়তো বা পেতাম না আজ এত ব্যথা
এখনও তো সময় আছে
আকাঙ্খার আগুন রাখো পাশে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন