পোস্টমডার্ন বাংলা লেখালেখির পথিকৃৎ, কবিতাপাক্ষিক - এর প্রাণপুরুষ কবি ও কথাসাহিত্যিক প্রভাত চৌধুরী - র শুভ ৭৬ জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য।।
একটি পোস্টমডার্ন ন্যারেটিভ: কবিতা
নতুন মহাভারত।। নাসের হোসেন
ষাটের দশকের ঝোড়ো হাওয়ার মধ্যে উঠে এল
'আমি মেফিসটোফেলিস,শয়তানের দূত'। ধ্বংসকালীন
সময়ের অনুষঙ্গে কবিতা আর কী- ই বা হতে পারতো!
যদিও প্রভাতদা সেসময় বেশ- কিছু প্রাঞ্জল প্রেমের কবিতাও
লিখে যাচ্ছেন,যা অচিরেই বই হয়ে বেরোলো।
মেফিস্টোফেলিস- কেও আমি প্রেমের কবিতাই বলবো,তফাৎ যেটা
সেটা হল ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা,ভিন্ন দর্শনের আলোকে সময়টিকে পরীক্ষিত করে তোলা।সময় বিষয়টিকে খতিয়ে
দেখা।পরবর্তী সময়ে তাঁর 'সতীসাবিত্রী কথা' উপন্যাসে খুঁটিয়ে
দেখেছেন সমাজের অন্য পরিসরের নিভৃত ব্যঞ্জনা।আরো
পরে লিখেছেন 'শৈশব',তাঁর জীবনকথার অংশ,আরো পরে
সাম্প্রতিক জীবনকথা 'সুন্দরের দিকে'।মাঝখানে কবিতাপাক্ষিক - এর
প্রথমদিকের পর্বে লিখেছেন পোস্টমডার্ন টেক্সট উপন্যাস 'অনুপম কাহিনি'। সেটাও তো তাঁর জীবনেরই আত্মকথন ছিল।
১৯৯৩- এর ৭ মে শুরু হয়েছিল তাঁর প্রতিষ্ঠিত 'কবিতাপাক্ষিক'
প্রতিষ্ঠান এবং 'কবিতাপাক্ষিক' পত্রিকাটি ধীরে ধীরে হয়ে উঠেছিল
পৃথিবীর সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী নিয়মিত পাক্ষিক কবিতাপত্রিকা।
' কবিতাপাক্ষিক প্রকাশিত হওয়ার অল্প কিছুদিন পরেই
শুরু হয়েছিল বাংলাভাষায় প্রথম পোস্টমডার্ন লেখালেখির
চর্চা,নতুন পথের কবিতা ও গদ্যের এক অসামান্য সৃষ্টিশীলতা।
মণীন্দ্র গুপ্ত প্রভাতদার এইসময়ের কবিতা ও গদ্যগুলিকে
আখ্যায়িত করলেন পোস্টমডার্ন বাংলাসাহিত্যের পথিকৃৎ
লেখা বলে,২০০২ সালে প্রভাত চৌধুরী- র সম্পাদনায় বের হল
বাংলাকবিতার ইতিহাসের মাইলস্টোন গ্রন্থ 'পোস্টমডার্ন বাংলা কবিতা'।
তাঁর লেখা কবিতাগ্রন্থগুলি 'সাক্ষাৎকার','নোটবই', 'সুসমাচার এবং','সুন্দরবন
এবং অন্যান্য কবিতা', 'এইসব হল্লাগুল্লা' ইত্যাদি ইত্যাদি, গদ্যগ্রন্থ
'পোস্টমডার্ন মানচিত্র ', ' নানারকম' ইত্যাদি ইত্যাদি, সেইসঙ্গে স্বদেশ ও প্রকৃতিকে
জানার প্রবল ইচ্ছায় সেসব স্থানে সরাসরি পৌঁছে গিয়ে
রচনা করেছেন এক- একটি অত্যাশ্চর্য ভ্রমণ- দলিল
'কুমায়ুন গারোয়াল', 'হিমাচলে ২৭ দিন','চারধাম'...।
' কবিতাপাক্ষিক '- এর কর্মকাণ্ডের সংখ্যা অফুরান।দেখতে - দেখতে প্রভাতদার
৭৬- তম শুভ জন্মদিন সামনে চলে এল,জ্যৈষ্ঠ সংক্রান্তি,
১৫ জুন ২০২০,সোমবার।তিনি এখনো একইরকম সমান সক্রিয়।
কবিতা,গল্প,গদ্য উপন্যাস, সবেতেই সমান সৃষ্টিশীল, তিনি
সুস্থ থাকুন, ভালো থাকুন,সৃষ্টিশীল থাকুন আরো আরো
দীর্ঘ দিন।'কবিতাপাক্ষিক’ - এর প্রথমাবধি সক্রিয় সঙ্গী হিসেবে
এই আমাদের একান্ত প্রার্থনা।মনে রাখতে হবে
'কবিতাপাক্ষিক' - এর কথা অমৃত সমান,কেননা ইতিমধ্যে বাংলাভাষায়
নতুন সময়ের নতুন মহাভারত লেখা হয়ে গেছে।যদিও
তার পরেও রচনাধারা থেমে নেই।যুগের সঙ্গে যুক্ত হয়ে
চলেছে নতুন নতুন যুগ( ১২+১২+...)।কবিতাপাক্ষিক - এর প্রাণপুরুষ
কবি ও কথাসাহিত্যিক প্রভাত চৌধুরী, আমাদের প্রিয় প্রভাতদাকে তাঁর
শুভ ৭৬ জন্মদিনে বিনম্র প্রণাম ও ভালোবাসা ভরিয়ে দিলাম।
একটি পোস্টমডার্ন ন্যারেটিভ: কবিতা
নতুন মহাভারত।। নাসের হোসেন
ষাটের দশকের ঝোড়ো হাওয়ার মধ্যে উঠে এল
'আমি মেফিসটোফেলিস,শয়তানের দূত'। ধ্বংসকালীন
সময়ের অনুষঙ্গে কবিতা আর কী- ই বা হতে পারতো!
যদিও প্রভাতদা সেসময় বেশ- কিছু প্রাঞ্জল প্রেমের কবিতাও
লিখে যাচ্ছেন,যা অচিরেই বই হয়ে বেরোলো।
মেফিস্টোফেলিস- কেও আমি প্রেমের কবিতাই বলবো,তফাৎ যেটা
সেটা হল ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা,ভিন্ন দর্শনের আলোকে সময়টিকে পরীক্ষিত করে তোলা।সময় বিষয়টিকে খতিয়ে
দেখা।পরবর্তী সময়ে তাঁর 'সতীসাবিত্রী কথা' উপন্যাসে খুঁটিয়ে
দেখেছেন সমাজের অন্য পরিসরের নিভৃত ব্যঞ্জনা।আরো
পরে লিখেছেন 'শৈশব',তাঁর জীবনকথার অংশ,আরো পরে
সাম্প্রতিক জীবনকথা 'সুন্দরের দিকে'।মাঝখানে কবিতাপাক্ষিক - এর
প্রথমদিকের পর্বে লিখেছেন পোস্টমডার্ন টেক্সট উপন্যাস 'অনুপম কাহিনি'। সেটাও তো তাঁর জীবনেরই আত্মকথন ছিল।
১৯৯৩- এর ৭ মে শুরু হয়েছিল তাঁর প্রতিষ্ঠিত 'কবিতাপাক্ষিক'
প্রতিষ্ঠান এবং 'কবিতাপাক্ষিক' পত্রিকাটি ধীরে ধীরে হয়ে উঠেছিল
পৃথিবীর সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী নিয়মিত পাক্ষিক কবিতাপত্রিকা।
' কবিতাপাক্ষিক প্রকাশিত হওয়ার অল্প কিছুদিন পরেই
শুরু হয়েছিল বাংলাভাষায় প্রথম পোস্টমডার্ন লেখালেখির
চর্চা,নতুন পথের কবিতা ও গদ্যের এক অসামান্য সৃষ্টিশীলতা।
মণীন্দ্র গুপ্ত প্রভাতদার এইসময়ের কবিতা ও গদ্যগুলিকে
আখ্যায়িত করলেন পোস্টমডার্ন বাংলাসাহিত্যের পথিকৃৎ
লেখা বলে,২০০২ সালে প্রভাত চৌধুরী- র সম্পাদনায় বের হল
বাংলাকবিতার ইতিহাসের মাইলস্টোন গ্রন্থ 'পোস্টমডার্ন বাংলা কবিতা'।
তাঁর লেখা কবিতাগ্রন্থগুলি 'সাক্ষাৎকার','নোটবই', 'সুসমাচার এবং','সুন্দরবন
এবং অন্যান্য কবিতা', 'এইসব হল্লাগুল্লা' ইত্যাদি ইত্যাদি, গদ্যগ্রন্থ
'পোস্টমডার্ন মানচিত্র ', ' নানারকম' ইত্যাদি ইত্যাদি, সেইসঙ্গে স্বদেশ ও প্রকৃতিকে
জানার প্রবল ইচ্ছায় সেসব স্থানে সরাসরি পৌঁছে গিয়ে
রচনা করেছেন এক- একটি অত্যাশ্চর্য ভ্রমণ- দলিল
'কুমায়ুন গারোয়াল', 'হিমাচলে ২৭ দিন','চারধাম'...।
' কবিতাপাক্ষিক '- এর কর্মকাণ্ডের সংখ্যা অফুরান।দেখতে - দেখতে প্রভাতদার
৭৬- তম শুভ জন্মদিন সামনে চলে এল,জ্যৈষ্ঠ সংক্রান্তি,
১৫ জুন ২০২০,সোমবার।তিনি এখনো একইরকম সমান সক্রিয়।
কবিতা,গল্প,গদ্য উপন্যাস, সবেতেই সমান সৃষ্টিশীল, তিনি
সুস্থ থাকুন, ভালো থাকুন,সৃষ্টিশীল থাকুন আরো আরো
দীর্ঘ দিন।'কবিতাপাক্ষিক’ - এর প্রথমাবধি সক্রিয় সঙ্গী হিসেবে
এই আমাদের একান্ত প্রার্থনা।মনে রাখতে হবে
'কবিতাপাক্ষিক' - এর কথা অমৃত সমান,কেননা ইতিমধ্যে বাংলাভাষায়
নতুন সময়ের নতুন মহাভারত লেখা হয়ে গেছে।যদিও
তার পরেও রচনাধারা থেমে নেই।যুগের সঙ্গে যুক্ত হয়ে
চলেছে নতুন নতুন যুগ( ১২+১২+...)।কবিতাপাক্ষিক - এর প্রাণপুরুষ
কবি ও কথাসাহিত্যিক প্রভাত চৌধুরী, আমাদের প্রিয় প্রভাতদাকে তাঁর
শুভ ৭৬ জন্মদিনে বিনম্র প্রণাম ও ভালোবাসা ভরিয়ে দিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন