খোলা আকাশের নীচে "খোলা আকাশে" প্রকাশ
নিজস্ব সংবাদ ; মেদিনীপুর ; ২৪-০৬-২০২০ || আজ মেদিনীপুরের জেলা পরিষদ প্রাঙ্গনে উন্মুক্ত আকাশের নীচে ভার্চুয়াল লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হল "খোলা আকাশে" পত্রিকা প্রকাশ ৷ পত্রিকাটির সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য ৷ ভার্চুয়াল লাইভে অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন সৌমিত্র রায় ৷ অনুষ্ঠানের শুরুতেই স্যানিটাইজার হাতে দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের ৷ অতঃপর পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন ছড়াশিল্পী বিদ্যুৎ পাল এবং বাচিক শিল্পী রত্না দে ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপত্যকা সম্পাদক তাপস মাইতি ৷ কবিতাপাঠ করেন, বক্তব্য রাখেন সায়নদীপ পাণ্ডা সৌম্যদীপ রায় নরোত্তম দে শান্তনু পাণ্ডা মৃৃৃৃত্যুঞ্জয় জানা অরবিন্দ মুখোপাধ্যায় প্রমূখ ৷ বট-শিরীষের সবুজ আবহে জেলা পরিকল্পনা ভবনের প্রাঙ্গনটি কবিতার ধ্বনিতে মুছে ফেলে করোনাপর্বের যাবতীয় গ্লানি ৷ ভার্চুয়াল মাধ্যমে অপরপ্রান্তে ছিলেন "খোলা আকাশে" পত্রিকার অসংখ্য গুণগ্রাহী ৷
নিজস্ব সংবাদ ; মেদিনীপুর ; ২৪-০৬-২০২০ || আজ মেদিনীপুরের জেলা পরিষদ প্রাঙ্গনে উন্মুক্ত আকাশের নীচে ভার্চুয়াল লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হল "খোলা আকাশে" পত্রিকা প্রকাশ ৷ পত্রিকাটির সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য ৷ ভার্চুয়াল লাইভে অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন সৌমিত্র রায় ৷ অনুষ্ঠানের শুরুতেই স্যানিটাইজার হাতে দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের ৷ অতঃপর পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন ছড়াশিল্পী বিদ্যুৎ পাল এবং বাচিক শিল্পী রত্না দে ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপত্যকা সম্পাদক তাপস মাইতি ৷ কবিতাপাঠ করেন, বক্তব্য রাখেন সায়নদীপ পাণ্ডা সৌম্যদীপ রায় নরোত্তম দে শান্তনু পাণ্ডা মৃৃৃৃত্যুঞ্জয় জানা অরবিন্দ মুখোপাধ্যায় প্রমূখ ৷ বট-শিরীষের সবুজ আবহে জেলা পরিকল্পনা ভবনের প্রাঙ্গনটি কবিতার ধ্বনিতে মুছে ফেলে করোনাপর্বের যাবতীয় গ্লানি ৷ ভার্চুয়াল মাধ্যমে অপরপ্রান্তে ছিলেন "খোলা আকাশে" পত্রিকার অসংখ্য গুণগ্রাহী ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন