কতবার দেখেছি যে তাকে
শংকর বাজাল
কতবার দেখেছি যে তাকে
খেলার মাঠে
কলেজ ক্যাম্পাসে
অফিস টেবিলে
আর হাসপাতালেও
চিকিৎসাকারীর বেশে।
আশ্বিনের আলো ছোঁয়া
সকালের স্নিগ্ধ মুখ।
শরৎ শিশির মাখা
কোমল বিশ্বাস।
প্রেম যে সুন্দর সেই
আলোর মত এসে
লেগেছিল প্রাণে।
চোখ ছুটে চলে যায়
তার পায়ে পায়ে।
যেতে কি পেরেছি আমি !
সঙ্গীহীন বিষণ্ণ দুপুর
ডেকে নিয়ে আসে তাকে
হয়না কোনো ই কথা
আজো শুধু চেয়ে থাকা।
চোখে তার সেই আলো
আশার হাতছানি দেয়;
যেতে আমি পারি কি আজও ?
শংকর বাজাল
কতবার দেখেছি যে তাকে
খেলার মাঠে
কলেজ ক্যাম্পাসে
অফিস টেবিলে
আর হাসপাতালেও
চিকিৎসাকারীর বেশে।
আশ্বিনের আলো ছোঁয়া
সকালের স্নিগ্ধ মুখ।
শরৎ শিশির মাখা
কোমল বিশ্বাস।
প্রেম যে সুন্দর সেই
আলোর মত এসে
লেগেছিল প্রাণে।
চোখ ছুটে চলে যায়
তার পায়ে পায়ে।
যেতে কি পেরেছি আমি !
সঙ্গীহীন বিষণ্ণ দুপুর
ডেকে নিয়ে আসে তাকে
হয়না কোনো ই কথা
আজো শুধু চেয়ে থাকা।
চোখে তার সেই আলো
আশার হাতছানি দেয়;
যেতে আমি পারি কি আজও ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন