সীমান্তযুদ্ধ
ভজন দত্ত
পাপিয়ার সঙ্গে আধঘন্টার আনন্দ সংবাদ
দেখতে দেখতেই অনসূয়া এসে জানালো
ক্ষেপণাস্ত্র যন্ত্র রেডি।
সীমান্তের ঘষাঘষি থেকে আরো আরো গভীরে গিয়ে কে করে কার মোকাবিলা!
চিত্ত সংযত রেখে বাক চালাচালি করতে করতেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ছিড়েখুঁড়ে যুদ্ধবিমান আছড়ে পড়ে মুখ থুবড়ে।
উল্লাসে ছিঁড়ে-ফেটে যায় রাষ্ট্রের হাসি
আম-মানুষ দেওয়ালে লেখে শান্তি ভালোবাসি...
ভজন দত্ত
ভজন দত্ত
পাপিয়ার সঙ্গে আধঘন্টার আনন্দ সংবাদ
দেখতে দেখতেই অনসূয়া এসে জানালো
ক্ষেপণাস্ত্র যন্ত্র রেডি।
সীমান্তের ঘষাঘষি থেকে আরো আরো গভীরে গিয়ে কে করে কার মোকাবিলা!
চিত্ত সংযত রেখে বাক চালাচালি করতে করতেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ছিড়েখুঁড়ে যুদ্ধবিমান আছড়ে পড়ে মুখ থুবড়ে।
উল্লাসে ছিঁড়ে-ফেটে যায় রাষ্ট্রের হাসি
আম-মানুষ দেওয়ালে লেখে শান্তি ভালোবাসি...
ভজন দত্ত
গভীর ও সুন্দর
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনভাল।
উত্তরমুছুনভালো থাকবেন।
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন