শুক্রবার, ১৯ জুন, ২০২০

আটপৌরে কবিতা ৩৩৬- ৩৪০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক

আটপৌরে কবিতা 
নীলাঞ্জন কুমার 

৩৩৬

অমাবস্যা/ পূর্ণিমা/ একাদশী 
       ) শাস্ত্রীয়  (
নিয়ম কেউ কেউ মানে ।

৩৩৭

জন্ম/ বিবাহ/ মৃত্যু 
    ) প্রাকৃতিক  (
আমাদের কোন হাত নেই! 

৩৩৮

সন্ন্যাসী/ যোগী/ ঋষি 
   ) প্রণম্য  (
হতে গেলে সাধন লাগে ।

৩৩৯

বিদ্বান/ সাধারণ/ মূর্খ 
     ) কথা  (
সব কিছু বলে দেয় ।

৩৪০

গুণ/ প্রতিভা/ যশ 
    ) কেউ  (
জন্ম থেকে নিয়ে আসে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...