শনিবার, ২০ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || লুবোমির টারজিয়েভ- এর কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
লুবোমির টারজিয়েভ- এর কবিতা


লুবোমির টারজিয়েভ (Lubomir Terziev, 1962)-- এর জন্ম বুলগেরিয়ার ভারনা শহরে। ইউনিভার্সিটি অব সোফিয়া-র ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড আমেরিকান স্টাডিজ-এ  তিনি অধ্যাপনা করেন। এইটিন সেঞ্চুরি এবং রোমান্টিসিজম তাঁর পড়ানোর বিষয়। তাঁর গবেষণার ক্ষেত্র রাজনীতি ও নন্দনতত্ত্বের পারস্পরিক সম্পর্ক। এ পর্যন্ত পপ্রকাশিত হয়েছে টারজিয়েভ-এর তিনটি কাব্যগ্রন্থ  দি আর্ট অফ প্রক্রাস্টিনেশন (২০০৮) মনোলগস অব ওয়াটার (২০১১) এবং করেস্পনডন্সেস (২০১৭)।

১.
জিনিস সম্পর্কিত

ভালো লেখকেরা জিনিস সম্পর্কে সম্পর্কে লেখেন
সাহিত্য-অনুরাগীদের আলাপ থেকে পাওয়া কথা
 প্রকৃতপক্ষে
ভালো এবং মন্দ উভয়েই
 জিনিসের চারপাশ নিয়ে লেখেন
 ঠিক জিনিস নিয়ে নয় নয়

 এই কারণে নয় যে,  জিনিসেরা চূড়ান্ত
এই কারণে নয় যে, জিনিসেরা সমান
এই কারণে নয় যে, জিনিসেরা নিম্নমানের

 এই কারণে নয় যে, জিনিসের হত্যা করে
এই কারণে নয়, যে জিনিসের সুগন্ধ ছাড়ে
এই কারণে নয় যে, জিনিসেরা তিতকুটে

এই কারণে নয় যে, জিনিসদের অর্থ নেই
এই কারণে নয় যে, জিনিসদের তাৎপর্য নেই
এই কারণে নয় যে, জিনিসেরা শেখায় না কিছুই

 এই কারণে নয় যে, জিনিসদের সম্পর্কে আগেই লেখা হয়ে গেছে
এই কারণে নয় যে,জিনিসেরা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত
এই কারণে নয় যে, জিনিসদের চিবিয়ে ফেলে দেয়া হয়েছে

এই কারণে নয় যে, জিনিসদের অন্য কিছু আছে
 এই কারণে নয় যে যে, অন্য কিছু জিনিসদের থেকে দূরে আছে
এই কারণে নয় যে,  জিনিসেরা কোন কিছুই দেখে না

 কিন্তু এই কারণে যে, জিনিসদের ভেতরেও একটা জিনিস এত বেশি আছে
 যে কেউ জানেনা জিনিসেরা আসলে কী।

২.
ইন্দ্রিয়ের মেটাফিজিকস
(ইওজিনার জন্য )

কখন তা লাগবে লাগবে
অথবা কীভাবে তা লাগবে ?

স্পর্শ :

সেটা কি হবে বেলচার আঘাত
মাথায় যা পরিপূর্ণ চিরন্তন প্রশ্নে
অথবা মৃদু আঘাত
বুকের ওপর, যা বুলবুল শূন্য?

 ভিডিও এবং অডিও :

সেটা কি দেখা যাবে
সুড়ঙ্গের ভেতর উঁচু এবং উজ্জ্বল
 অথবা গ্রেগরীয় গানের অন্ধকারে
 কেবল শ্রবণযোগ্য ?

গন্ধ :

লাইলাক ফুলের পাপড়ি কি ভাসবে
বাতাসের ভেতর  স্বচ্ছন্দে
 অথবা হঠাৎ তার ভেতর থেকে
 সার্বিয়ার সসেজের গন্ধ বার হবে ?

স্বাদ:

 মধু ও সরষের সুন্দর স্বাদ কি
প্লেটের ওপর ভেসে বেড়াবে
অথবা মরিচ কুচি কুচি করবে গলা?

 নিরাময়:

এখনও আবিষকৃত নয়।
 ওষুধ, চুম্বন এবং অন্যান্য জিনিস আছে
যা সাহায্য করে রক্তপ্রবাহ মাথা থেকে পায়ে।
 আছে স্ন্যাকস্, বিয়ার এবং অন্যান্য জিনিস
যা ভরে দেয় পাকস্থলী ক্ষুধানাশী রসে।

 কিন্তু তারা মাথাকে রক্ষা করে না চিরন্তন প্রশ্ন থেকে
 ভরে দেয় না বুকের অন্তস্থল বুলবুলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...