বিভীষিকা গহ্বর || কবিতা
শুভ্রনীল চক্রবর্তী
শহর পুড়ছে আলাপনের খুশিতে
ভেজা সান্নিধ্যের মরুতাপ
এলোমেলো সুক্ষ্ম --- গা শোকাচ্ছে কার্নিশ বরাবর
চিঠিতে মৃয়মান সত্য
বসন্ত ছিটিয়ে রেখেছে শীতের শেষে
যখন খবর আসছে
গোপন বিস্ফোরনের
পুড়ে ছাই হয়ে যাচ্ছে
একলা বিকেল কালবৈশাখী অসুখে
যখন খবর আসছে
একটার পর একটা লাশ জড় হচ্ছে
শহরে ফুঁসছে
খুশী
ঘৃণা
ভয়
ক্ষয়
লয়
হীন হয়ে
একটা বিভীষিকা গহ্বর
পারস্পরিক ভয় বিনিময় করছে
উদ্বেল মেরুদোষ
প্রবাহ সৃষ্টির অন্তিমে
কৃত্রিম সত্য ____
কলয়েড পেশীত
চরম সংঘর্ষ _____
বিরোধী পদার্থ ঘোষণার
এসবের মাঝেই,
একটা শীতের দিনে শহর পুড়ছে
খবর আসছে লাশ পোড়া গন্ধের
বিকেলের জানলা
যেমন সরীসৃপ
খবর আনছে ,
সমান্তরাল মহাবিশ্ব প্রতিষ্ঠার
বিভীষিকা গহ্বর দিয়ে ।।
শুভ্রনীল চক্রবর্তী
শুভ্রনীল চক্রবর্তী
শহর পুড়ছে আলাপনের খুশিতে
ভেজা সান্নিধ্যের মরুতাপ
এলোমেলো সুক্ষ্ম --- গা শোকাচ্ছে কার্নিশ বরাবর
চিঠিতে মৃয়মান সত্য
বসন্ত ছিটিয়ে রেখেছে শীতের শেষে
যখন খবর আসছে
গোপন বিস্ফোরনের
পুড়ে ছাই হয়ে যাচ্ছে
একলা বিকেল কালবৈশাখী অসুখে
যখন খবর আসছে
একটার পর একটা লাশ জড় হচ্ছে
শহরে ফুঁসছে
খুশী
ঘৃণা
ভয়
ক্ষয়
লয়
হীন হয়ে
একটা বিভীষিকা গহ্বর
পারস্পরিক ভয় বিনিময় করছে
উদ্বেল মেরুদোষ
প্রবাহ সৃষ্টির অন্তিমে
কৃত্রিম সত্য ____
কলয়েড পেশীত
চরম সংঘর্ষ _____
বিরোধী পদার্থ ঘোষণার
এসবের মাঝেই,
একটা শীতের দিনে শহর পুড়ছে
খবর আসছে লাশ পোড়া গন্ধের
বিকেলের জানলা
যেমন সরীসৃপ
খবর আনছে ,
সমান্তরাল মহাবিশ্ব প্রতিষ্ঠার
বিভীষিকা গহ্বর দিয়ে ।।
শুভ্রনীল চক্রবর্তী
সাবলীল লেখনি। বেশ ভালো হয়েছে।
উত্তরমুছুন