বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

প্রভাত চৌধুরী || সৌমিত্র রায়- এর জন্য গদ্য || ধারাবাহিক বিভাগ

সৌমিত্র রায় - এর জন্য গদ্য
প্রভাত চৌধুরী

৪৫.
অবশেষে ৭ জুলাই ১৯৯৬  তারিখটিতে পৌঁছে গেলাম আমরা। অর্থাৎ কবিতাপাক্ষিক পরিবার। আগের রাতের বিভিন্ন তাঁবু-র রাত্রিলিখিত সুসমাচারগুলি অপ্রকাশিত রাখা হল। যাঁদের ব্যক্তিগত সংগ্রহশালায় এগুলি আছে , তাদের ব্যক্তিগত স্বাধীনতাও আছে সেগুলি প্রকাশ করার।
সকালে উঠেই নাসের আমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিল শঙ্খদাকে নিয়ে আসার জন্য। শঙ্খদা উঠেছিলেন তাঁর আত্মীয়ের বাড়িতে।
প্রসঙ্গত জানিয়ে রাখি শঙ্খদা তাঁর জীবনে শিক্ষকতা শুরু করেছিলেন বহরমপুর গার্লস কলেজে।কাজেই তাঁর সবটাই পরিচিত সিলেবাস।
 বহরমপুরের রবীন্দ্র নামাঙ্কিত ভবন নয় , সদন , একারণে রবীন্দ্রসদন। কলকাতার নামও রবীন্দ্রসদন।বাকি সব কটি জেলায় রবীন্দ্রভবন।
ঠিক সাড়ে দশটায় রবীন্দ্রসদন কক্ষের প্রবেশমুখের রবীন্দ্রমূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলেন মান্যবর শঙ্খ ঘোষ।
এরপর শুরু হল মিছিল বা শোভাযাত্রা। সেই মিছিলে হেঁটে ছিলেন শঙ্খ ঘোষ আলোক সরকার উৎপলকুমার বসু পবিত্র মুখোপাধ্যায় সুশীল ভৌমিক প্রভাত চৌধুরী-র সঙ্গে অংশগ্রহণকারী শতাধিক কবি-  সাহিত্যিক - বুদ্ধিজীবী। অর্জুন মিশ্র লিখিত কবিতা সংবাদে এমনটাই লেখা ছিল।
মিছিল লালদিঘির দক্ষিণ সীমানা ঘেঁষে ক্ষুদিরাম মূর্তি গার্লস কলেজ বিদ্যাসাগর মূর্তির পাশ দিয়ে বৃত্ত সম্পূর্ণ করে পুনরায় রবীন্দ্রসদনের সামনে এসে দাঁড়ালেন সকলে।

সদন প্রাঙ্গণে বিরাট রবীন্দ্রমূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য প্রদান করলেন বহু কবি ,সম্পাদক ও জ্ঞানীগুণীজন।

অতঃপর সভাগৃহ এবং মঞ্চ। মঞ্চটির নামকরণ হয়েছিল মনীশ ঘটক মঞ্চ।শুরুতেই ' দীধিতি ' সংস্থা প্রযোজিত  ' মাঙ্গলিক নৃত্য-অনুষ্ঠান।
এরপর কবিতাপাক্ষিক - এর প্রথম সুহৃদ সনাতন দে-র প্রতিকৃতিতে মাল্যদান করেন নীলাদ্রি ভৌমিক।
সভাপতি বিমল চক্রবর্তী-কে মাল্যদান করেছিলাম আমি। প্রধান অতিথি উৎপলকুমার বসু-কে মাল্যদান করেছিল নাসের হোসেন। বিশেষ অতিথি আলোক সরকার-কে মাল্যদান করেছিল শান্তিময় মুখোপাধ্যায়।
অনুষ্ঠানের শুরুতে ছিল মুর্শিদাবাদের প্রয়াত কবিদের কবিতাপাঠ বা আবৃত্তি।করেছিলেন : অভিজিৎ সরকার সৌগতা দাস অর্চিতা ঘোষ আশিস ভৌমিক।
ওইদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছিল ---
১. কবিরুল ইসলাম-এর কাব্যসমগ্র ॥ প্রকাশ করেছিলেন অধ্যাপক পবিত্র গুপ্ত।
২. সৈয়দ খালেদ নৌমান এবং সন্দীপ বিশ্বাস সম্পাদিত কবিতা সংকলন ' কবিতা মুর্শিদাবাদ '॥ আনুষ্ঠানিক প্রকাশ করেন পবিত্র মুখোপাধ্যায়।
৩. এবাদুল হক-এর কাব্যগ্রন্থ ' সূর্যাস্তের আগে ও পরে ' প্রকাশ করেন সৈয়দ কওসর জামাল।

এরপর ছিল কবিতাপাঠের আসর। পরিচালনায় : পবিত্র মুখোপাধ্যায় সন্দীপ বিশ্বাস যশোধরা রায়চৌধুরী।
যাঁরা কবিতাপাঠ করেছিলেন সেগুলি জানার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন। লেখাটির সঙ্গে থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...