বিশ্বদুনিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
অমল আল-জুবুরি-র কবিতা
অমল আল-জুবুরি(Amal Al- Jubouri, 1967)-র জন্ম ইরাকের বোগদাদ শহরে ।তাঁর লেখাপড়াও ইরাকে। কিন্তু ১৯৯৭ খ্রিষ্টাবে তিনি ইরাক থেকে চলে যান জার্মানির মিউনিখ শহরে এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস করতে থাকেন। ২০০০ খ্রিষ্টাব্দে তিনি আরব-জার্মান পত্রিকা আল দেওয়ান (al Diwan)- এর প্রধান সম্পাদক হন। ২০০১-এ বার্লিনে অনুষ্ঠিত আরব- জার্মান সাংস্কৃতিক সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা পাঁচের অধিক। তাঁর কবিতায় মরমিয়া বোধের প্রভাব আছে। সাম্প্রতিক জীবনকেও তিনি বারবার তুলে ধরেছেন তাঁর কবিতায়। সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং মৌলবাদের বিরুদ্ধেও তাঁর কবিতা প্রতিবাদে উচ্চকিত।
১.
সাদা বাড়ির মালিককে
আমাকে ফেরত দাও আমার শহর
গোলাগুলি ছাড়া
দুঃখ-পোশাক ছাড়া
আমাকে ফেরত দাও আমার দেশ
যাকে একদিন বলা যেত আমার দেশ
আমার জন্মভূমি
আমার জন্মভূমি
ঘুমের গভীরে ছিল স্বাধীনতা
ঘুম ভেঙে দেখি
মৌলবাদ এসেছে
হিংসার পরিবর্তে হিংসা
ফুলে উঠলো মৃত্যু
ভয় ফুলে উঠলো
অত্যাচারীদের জন্ম হল
আমরা প্রত্যাখ্যান করি
আমরা প্রত্যাখ্যান করি
জন্মভূমি পরিণত হল ছাইয়ে
জন্মাল গৃহহীন শিশু
আমরা প্রত্যাখ্যান করি
আমরা প্রত্যাখ্যান করি
সাদা বাড়ির মালিক
আমি যীশু খ্রিষ্ট নই্
এই আমার দেশে,
এই তোমাদের দেশেও
সমস্ত নিহতেরা কেঁদে উঠছে
জন্মভূমির আমার ফত
আমি তোমাকে ক্ষমা করব না
ও সাদা বাড়ির মালিক
আমরা দাস হব না
আমাদের শত্রুদের কখনোই দাস হব না
ফিরে যাও ফিরে যাও
সমস্ত নিহতেরা কাঁদে
আমরা তোমাদের ক্ষমা করব না ?
আমরা তোমাদের ক্ষমা করব না
ফিরে যাও
ও সাদা বাড়ির মালিক
আমার জন্মভূমি
আমার জন্মভূমি
২. দখলের পর আমার মেয়ে
তার ঠাকুমা ছাড়া কাউকে চেনে না
যার মুখের কুঁচকানো দাগ
শহরের মুখের চেয়ে অনেক বেশি
আর সেটাই সব যা সে জানতে চায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন