আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
২৫৬
স্বচ্ছ/ নিকাশ/ দূষণমুক্ত
) নির্মল (
জীবন সবার কাম্য হয় ।
২৫৭
সকাল/ দুপুর/ রাত
) সারাক্ষণ (
সরে সরে অতীত হয় ।
২৫৮
হুঁশিয়ার /খবরদার/ জাগো
) আওয়াজ (
ক্রমশ সাবধান করে দেয় ।
২৫৯
বাঁশি/ কৃষ্ণ/ কদম্ব
) মিথ (
আবেগ এসে জড়িয়ে ধরে ।
২৬০
প্রাগৈতিহাসিক/ মধ্য / আধুনিক
) যুগ (
ইতিহাসে পড়তে ভালোই লাগে ।
নীলাঞ্জন কুমার
২৫৬
স্বচ্ছ/ নিকাশ/ দূষণমুক্ত
) নির্মল (
জীবন সবার কাম্য হয় ।
২৫৭
সকাল/ দুপুর/ রাত
) সারাক্ষণ (
সরে সরে অতীত হয় ।
২৫৮
হুঁশিয়ার /খবরদার/ জাগো
) আওয়াজ (
ক্রমশ সাবধান করে দেয় ।
২৫৯
বাঁশি/ কৃষ্ণ/ কদম্ব
) মিথ (
আবেগ এসে জড়িয়ে ধরে ।
২৬০
প্রাগৈতিহাসিক/ মধ্য / আধুনিক
) যুগ (
ইতিহাসে পড়তে ভালোই লাগে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন