দুনিয়ার পাখি এক হও
গৌরাঙ্গ মিত্র
ওরা বলতে শেখেনি :"দুনিয়ার পাখি এক হও"
পাখিদের জন্য আদিগন্ত ছড়ানো অখণ্ড আকাশ।
আকাশে খচিত একই বিষুবরেখা, একই কর্কটক্রান্তি, একই মকরক্রান্তি।
দুনিয়ার পাখি "এক হও" বলার হক পাখিদেরই ছিল
চঞ্চুতে চঞ্চু চেপে ওরাই বলতে পারত: শত মত, এক পথ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন