বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
নিকোলাই ভ্লাডিমিরভ- এর কবিতা
নিকোলাই ভ্লাডিমিরভ (Nikolay Vladimir, 1981)- এর জন্ম বুলগেরিয়ার সোফিয়া শহরে। সোফিয়া ইউনিভার্সিটিতে তিনি ইংরেজি ভাষা ও আইনশাস্ত্র অধ্যয়ন করেছেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। এর মধ্যে ছয়টি কবিতার বই, একটি উপন্যাস এবং দুটি গ্রন্থের তিনি সহ-লেখক । তরুণ কবিদের কবিতার পাবলিক রিডিং-এর একটি সংস্থা তৈরি করেছেন।
কবিতা
***
প্রত্যেক ভালোবাসার শেষ আছে
কেবল আমাদের ভালোবাসার
নেই কোনো আরম্ভ
***
আমরা নীরব
যেমন একটা বইয়ের
পাতাগুলো
যে আমরা পড়েছি
আলাদা আলাদা
কিন্তু আমাদের আঙ্গুলের দাগগুলো
সেখানে আছে একসঙ্গে
***
যদি আমি হতাম একটা গির্জা
তুমি প্রবেশ করতে ভেতরে
এমনকি বিদায় জানাতেও
আর তখন আমি ভেঙে পড়তাম
তোমার উপর
আর বিশ্বাসের ধ্বংসাবশেষের মাঝে
আমরা থাকতাম একসঙ্গে
***
যদি তুমি ভালোবাসতে পারতে
যেমন তুমি পারো হত্যা করতে
আমাদের ভালবাসা হয়ে উঠত
চিরন্তন
যেমন মৃত্যু
***
কোনদিন
কেউ তোমাকে ভালোবাসবে
যে তুমি কখনো প্রত্যাশা করোনি
যদি তুমি সেটা না হারাও
অতীতের চুম্বনে
***
নিঃসঙ্গতা
একজন মানুষ
যে পান করছে
কফি
অন্য কারো নারীর
চোখ থেকে
***
আমরা পরিপূর্ণ
অনাস্বাদিত সূর্যোদয়ের
কারণ আমাদের চিরন্তন ভয়
সূর্যাস্তের সূর্যাস্তের
***
দারুণ দাদা
উত্তরমুছুন