শুক্রবার, ১৯ জুন, ২০২০

প্রভাত চৌধুরী || সৌমিত্র রায়- এর জন্য গদ্য ৪৬ || ধারাবাহিক গদ্য

সৌমিত্র রায় - এর জন্য গদ্য
প্রভাত চৌধুরী

৪৬.
গতকাল থেকে আমরা অপেক্ষা করছি কবিতাপাক্ষিক- এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে বহরমপুর রবীন্দ্রসদনে মনীশ ঘটক মঞ্চে। অপেক্ষা করছি কারা কবিতাপাঠ করেছিলেন সেই নামগুলি জানার জন্য। পড়তে থাকুন :
কবিরুল ইসলাম বিমল চক্রবর্তী সৈয়দ খালেদ নৌমান সৈয়দ হাসমত জালাল সন্দীপ বিশ্বাস নিখিলকুমার সরকার তুষার চৌধুরী সোমক দাস অনুরাধা মহাপাত্র রামকিশোর ভট্টাচার্য অলোক বিশ্বাস নাসের হোসেন ধীমান চক্রবর্তী প্রণব পাল  যশোধরা রায়চৌধুরী গীতা কর্মকার নীলিমা সাহা সমীরণ ঘোষ এবাদুল হক তাপস সরখেল রজতেন্দ্র মুখোপাধ্যায় গৌতম ব্রহ্মর্ষি উৎপলকুমার গুপ্ত দীপঙ্কর চক্রবর্তী সুশীল ভৌমিক সুমিতেশ সরকার
নারায়ণ ঘোষ কার্তিক মোদক সুপ্রভাত মুখোপাধ্যায় সুশান্ত মুখোপাধ্যায় ফিরোজা বেগম নীলাঞ্জন সাহা উমাপদ কর অরূপ দত্ত দেবাশিস চাকী রণজিৎ সরকার লক্ষ্ণণচন্দ্র মল্লিক আবুল কাজি কল্পনা ইসলাম অনিন্দ্য রায় হিমাদ্রিশেখর দত্ত অপরাজিতা বর্ধন নাসিম- এ- আলম শাখী ভট্টাচার্য শ্যামল রায় রাজীব ঘোষ দিব্যেন্দুবিকাশ ঘোষ দেবাশিস সরখেল
প্রমুখ প্রায় ১৫০ জন কবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , কবিতা পড়েননি সেই নামগুলি :
শান্তিময় মুখোপাধ্যায় উত্তর বসু অমিতাভ মৈত্র সৈয়দ কওসর জামাল সুব্রত চেল দীপ সাউ শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রলয় মুখোপাধ্যায় স্নেহাশিস সৈয়দ প্রণব চট্টোপাধ্যায় ড: দীপংকর মাজী ।
কবিতা না-পড়া তালিকায় ছিলেন :
শঙ্খ ঘোষ আলোক সরকার উৎপলকুমার বসু পবিত্র মুখোপাধ্যায় এবং আমি।
পম্পু মজুমদার উপস্থিত ছিল।অসুস্থ থাকায় তার কবিতা পাঠ পড়ে শোনান অভিজিৎ সরকার।
কবিতা -বিষয়ক বক্তব্য বলেছিলেন উৎপলকুমার বসু শক্তিনাথ ঝা এবং আমি।
রবীন্দ্রগান : সন্তোষকুমার মজুমদার।
সমগ্র অনুষ্ঠানের প্রধান সম্পাদক ছিলেন সন্দীপ বিশ্বাস।
এছাড়াও সন্ধের পর অন্য অনুষ্ঠানের খবর আগাম
অনুষ্ঠানের খবর আগামীকাল।
কেউ কেউ বলবেন , এই সুদীর্ঘ নামের তালিকা পড়তে যাবো কেন ? এই প্রশ্নটির বিনীত উত্তর হল , এই নামের তালিকাই কবিতাপাক্ষিক আজকের কবিতাপাক্ষিক। এই নামের তালিকাই সেদিনের প্রভাত চৌধুরী -কে আজকের প্রভাত চৌধুরী-তে রূপান্তরিত করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...