বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

আটপৌরে কবিতা ৩৬৬- ৩৭০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ


আটপৌরে কবিতা ৩৬৬- ৩৭০
নীলাঞ্জন কুমার




৩৬৬

কুঁচিকুঁচি/ ফরফর/  মুড়েচুড়ে 
        ) কাগজ  (
ডাস্টবিনে ফেললে কাম সারছে! 

৩৬৭

অসম্ভব/ অবাস্তব/  বিস্ময় 
        ) অপার্থিব  (
চিন্তায় কেন ছুটে আসে !

৩৬৮

স্মৃতি/ ভবিষ্যত/  খোঁজা
      ) জীবন  (
দেখা কথা কথা দেখা ।

৩৬৯

মাথা/ বুক/ পেট  
) আগাপাশতলা  (
আমরা সকলে শুধু মানুষ ।

৩৭০

গুপী/ বাঘা/ হুন্ডি 
    ) উপেন্দ্র  (
সত্যজিৎ তাকে জীবন্ত করে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...