কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
কালপুরুষের ইস্তাহার । সুনেন্দু পাত্র । দি সী বুক এজেন্সি । একশো টাকা ।
নতুন নতুন লিখতে শুরু করলে মাথায় কিছু ফর্মুলা নড়াচড়া করে ।যেমন ক্ষোভের কথা, প্রেমট্রেম ব্যাপার, রাজনীতি , বিবেকানন্দ দিক, সম্পর্কের জোড়াতালি, হিন্দু মুসলিম ইত্যাদি । তার সঙ্গে শুরু হয় শব্দ হাতড়ানো । সুনেন্দু পাত্রের 'কালপুরুষের ইস্তাহার ' কাব্যগ্রন্থে এসব জমজমাট । তবু তার মধ্যে স্বাদ বদল করে দেয়: 'ওহে তুমুল বৃষ্টি, পারলে এখানে রেখে যেও/ তোমার সবুজ গন্ধের ডাকটিকিট । ' (বৃষ্টি) 'দেখেছি জলের নিজস্ব কোন ভাষ্য নেই/ বধিরতার নীরব চাহনি ছাড়া । (' অনাহূত এক নির্জনতা ')-র মতো কিছু লাইন ।
আর পাঁচটা কবিতা বই এর মতো কাব্যগ্রন্থটিকে মানুষ ভুলবে কারণ কবির শব্দ চেতনা ও শব্দচয়ন প্রাথমিক পর্বে আছে । ভাবলে আশ্চর্য লাগে কবির শুভার্থীরা তাকে পরিণত না হওয়া পর্যন্ত কাব্যগ্রন্থ প্রকাশে বাধা দিলেন না কেন?
কবিদের বোঝা উচিত একটি কাব্যগ্রন্থ মানে কবির প্রতি পাঠকের মনে দীর্ঘ ছাপ থেকে যাওয়া । কুড়ি বছর পর বইটির যদি চুলচেরা হয় সেখানে তাকে বইটির জন্য লজ্জাবোধ করতে হবে । কারণ তখন তিনি অনেক পরিণত হবেন। রাজদীপ পুরী প্রচ্ছদে মর্যাদা বজায় রেখেছেন। তাঁর কালার কম্বিনেশন জ্ঞানের জন্য বাহবা দিতেই হয় ।
কালপুরুষের ইস্তাহার । সুনেন্দু পাত্র । দি সী বুক এজেন্সি । একশো টাকা ।
নতুন নতুন লিখতে শুরু করলে মাথায় কিছু ফর্মুলা নড়াচড়া করে ।যেমন ক্ষোভের কথা, প্রেমট্রেম ব্যাপার, রাজনীতি , বিবেকানন্দ দিক, সম্পর্কের জোড়াতালি, হিন্দু মুসলিম ইত্যাদি । তার সঙ্গে শুরু হয় শব্দ হাতড়ানো । সুনেন্দু পাত্রের 'কালপুরুষের ইস্তাহার ' কাব্যগ্রন্থে এসব জমজমাট । তবু তার মধ্যে স্বাদ বদল করে দেয়: 'ওহে তুমুল বৃষ্টি, পারলে এখানে রেখে যেও/ তোমার সবুজ গন্ধের ডাকটিকিট । ' (বৃষ্টি) 'দেখেছি জলের নিজস্ব কোন ভাষ্য নেই/ বধিরতার নীরব চাহনি ছাড়া । (' অনাহূত এক নির্জনতা ')-র মতো কিছু লাইন ।
আর পাঁচটা কবিতা বই এর মতো কাব্যগ্রন্থটিকে মানুষ ভুলবে কারণ কবির শব্দ চেতনা ও শব্দচয়ন প্রাথমিক পর্বে আছে । ভাবলে আশ্চর্য লাগে কবির শুভার্থীরা তাকে পরিণত না হওয়া পর্যন্ত কাব্যগ্রন্থ প্রকাশে বাধা দিলেন না কেন?
কবিদের বোঝা উচিত একটি কাব্যগ্রন্থ মানে কবির প্রতি পাঠকের মনে দীর্ঘ ছাপ থেকে যাওয়া । কুড়ি বছর পর বইটির যদি চুলচেরা হয় সেখানে তাকে বইটির জন্য লজ্জাবোধ করতে হবে । কারণ তখন তিনি অনেক পরিণত হবেন। রাজদীপ পুরী প্রচ্ছদে মর্যাদা বজায় রেখেছেন। তাঁর কালার কম্বিনেশন জ্ঞানের জন্য বাহবা দিতেই হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন