উড়ে যাবো
বন্দিশ ঘোষ
বৃষ্টি ডাকছে, ডাকতেই পারে
রোদ্দুর বলে আয় আয় -
নেচে মেতে দু-চারখানা শব্দ হয়ে
ভাবি উড়ে যাবো রাগ রাগিণীর সাথে,
ভাসতে থাকবে সজানা বলামা
সাথে আরো থাকবে সেই অবশিষ্টাংশ -
যার কোনো ধর্ম নেই ভয় নেই
সাধ্য নেই অসাধ্য নেই
তফাৎ নেই নকশা নেই
নতুন নেই পুরাতন নেই...
একটা দুটো বাক্য নিয়ে
এদিক ওদিক অদল বদল করে
যোগ বিয়োগ করে
উড়ে যাবো..
বন্দিশ ঘোষ
বৃষ্টি ডাকছে, ডাকতেই পারে
রোদ্দুর বলে আয় আয় -
নেচে মেতে দু-চারখানা শব্দ হয়ে
ভাবি উড়ে যাবো রাগ রাগিণীর সাথে,
ভাসতে থাকবে সজানা বলামা
সাথে আরো থাকবে সেই অবশিষ্টাংশ -
যার কোনো ধর্ম নেই ভয় নেই
সাধ্য নেই অসাধ্য নেই
তফাৎ নেই নকশা নেই
নতুন নেই পুরাতন নেই...
একটা দুটো বাক্য নিয়ে
এদিক ওদিক অদল বদল করে
যোগ বিয়োগ করে
উড়ে যাবো..
সুন্দর
উত্তরমুছুন