শনিবার, ৬ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || ক্রিস্টিনা মিতেভা-র কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
ক্রিস্টিনা মিতেভা-র কবিতা 

ক্রিষ্টিনা মিতেভা (Kristina Miteva ,1981)-র জন্ম বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে। ইউনিভার্সিটি অফ সোফিয়া থেকে তিনি থেকে তিনি থেকে তিনি ইতিহাস ও কালচার থিওরি বিষয়ে স্নাতক। বুলগেরিয়ার মিনিস্ট্রি অফ কালচার- এ তিনি কিছুদিন সম্পাদক ও লাইব্রেরিয়ান হিসেবে হিসেবে কাজ করেন। এ পর্যন্ত ক্রিস্টিনার ক্রিস্টিনার প্রকাশিত গ্রন্থের সংখ্যা চার--- তিনটি কবিতা ও একটি প্রবন্ধের বই।

১.
আমার আত্মা সূর্যমুখীক্ষেত

আমার আত্মা স্বর্গোদ‍্যান নয়
 আর স্বর্গের পাখিরা সেখানে গায়ছে না
 আমার আত্মা ভষ্মীভূত রোম
আর নরকের আগুন এখনো সেখানে গুমরে জ্বলে।

আমার আত্মা স্মরণ করে কী ছিল একদিন
আর কী ঘটবে বলে লেখা আছে
আর বারবার পুনর্জন্মে

আমার আত্মা সূর্যমুখীক্ষেত
 যার দৃষ্টি ঊর্ধ্বমুখী---
আকাশ আর সূর্যের দিকে
আর তোমার দিকে, ভালোবাসা...

২.
 দেবদূতের ডানা থেকে নেওয়া একটি পালক

 একটি পালক দেবদূতের ডানা থেকে নেওয়া একটি পালক লেখা ---
আমার স্বপ্ন।

 মানবতা আর মানবহৃদয়ের
 সুন্দরতমকে লেখাই
আমার দিশা।

যদি অক্ষর
অর্জন করে ঈশ্বরকে ---
সেটাই পুরস্কার ....

৩.
আমার চোখে জীবন সুন্দর

 ভোর। পোস্তক্ষেত।
তারপর ----সূর্যমুখী ।
 আর দিনের শেষে
 সূর্যাস্তের আকাশ ...
ঘুমের আগে শিশুর হাসি।

৪.
অসীমের দিকে রাস্তা

 রাস্তা হয়ে ওঠে রাস্তা
যখন তা জন্ম নেয়
পথিকের পায়ের নিচে ।


রাস্তা হয়ে ওঠে রাস্তা
যখন সে ধুলার উপর ধরে রাখে
তার পায়ের চিহ্ন ।

রাস্তা হয়ে ওঠে রাস্তা
 যখন শেষ পর্যন্ত তার হাটা হয় ।
অভিমুখ ---- অসীমের দিকে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...