মঙ্গলবার, ২ জুন, ২০২০

সুসামঞ্জস্যময় || নাসের হোসেন || কবিতা

সুসামঞ্জস্যময়
নাসের হোসেন

চারপাশে কত যে বেসুরো ঘটনা ঘটে চলেছে
এবং আশ্চর্যের  ব্যাপার এই, যে,এইসব বেসুরো
ঘটনাদের মধ্য থেকেই আবির্ভূত  হচ্ছে  নতুন- নতুন
সুর ও সুরের সমাহার,এবং একথাটাও ঠিক

সুরের মধ্যে থেকেই সুরের জন্ম হয়,অর্থাৎ
সুরবিহীন কোনোকিছু হতে পারে না,যেই কোনোকিছু
বেসুরো হয়ে পড়ছে,পরক্ষণেই  তা সুরময় হয়ে
উঠছে,বিশৃঙ্খলা ঘটে থাকে ঠিকই,তবু তা

পরক্ষণেই  শৃঙ্খলায় পরিণত হতে চাইবে,প্রকৃতির
এই তো নিয়ম,বিশ্বব্রহ্মাণ্ডের এই নিয়ম,অসামঞ্জস্য
বা অঘটন ঘটে থাকে,কেননা বিভিন্ন রকমের
সংঘর্ষ  থেকে একেকটা ক্ষয়ের উদ্ভব হয়,এবং

ক্ষয়টাই শেষ কথা নয়,সমস্ত ক্ষয় মিলিয়ে গিয়ে
অপূর্ব সব সামঞ্জস্য গড়ে তোলাই হয়ে ওঠে প্রধান কাজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...