ধন্যবাদপাড়া
প্রশান্ত দে
ধন্যবাদপাড়া
আমি ছোটো নই। বেশ বড়ো।
আমি যে বেয়াড়া
আমাকে খামকা গালপাড়ে ধন্যবাদপাড়া।
এতকিছু পাই । ধরে রাখি ।
শখষোলোআনা
মাথা দাপা দাপি শব্দঝাঁপি ভীষনশেয়ানা
আমাকে খামকা গালপাড়ে ধন্যবাদপাড়া।
চুপশালা তুই ,বেয়াদপ।
ভাঁগাড়দেবতা
মাথামোটাচুলে শব্দভুলে মানহীনবতা
আমাকে খামকা গালপাড়ে ধন্যবাদপাড়া।
চৌরশ মুখেতে দীর্ঘগলি।
বত্রিশপাহারা
তবু ছুটে চলে ধ্বনিব্যত্তয়ে ,ল্যাবড়ারা --
আমাকে খামকা গালপাড়ে ধন্যবাদপাড়া ৷
প্রশান্ত দে
ধন্যবাদপাড়া
আমি ছোটো নই। বেশ বড়ো।
আমি যে বেয়াড়া
আমাকে খামকা গালপাড়ে ধন্যবাদপাড়া।
এতকিছু পাই । ধরে রাখি ।
শখষোলোআনা
মাথা দাপা দাপি শব্দঝাঁপি ভীষনশেয়ানা
আমাকে খামকা গালপাড়ে ধন্যবাদপাড়া।
চুপশালা তুই ,বেয়াদপ।
ভাঁগাড়দেবতা
মাথামোটাচুলে শব্দভুলে মানহীনবতা
আমাকে খামকা গালপাড়ে ধন্যবাদপাড়া।
চৌরশ মুখেতে দীর্ঘগলি।
বত্রিশপাহারা
তবু ছুটে চলে ধ্বনিব্যত্তয়ে ,ল্যাবড়ারা --
আমাকে খামকা গালপাড়ে ধন্যবাদপাড়া ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন