মঙ্গলবার, ১৯ মে, ২০২০

বিশ্বদুনিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || ইভান ক্রিসটভ- এর কবিতা

বিশ্বদুনিয়ার নতুন কবিতা

 রুদ্র কিংশুক

ইভান ক্রিসটভ- এর কবিতা

ইভান ক্রিসটভ (Ivan Hristov, 1978)- জন্ম বুলগেরিয়ার  বোরোভোত। তিনি  কবি ও সাহিত্য-সমালোচক। পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত  হয়েছে
তাঁর কবিতা।
সাহিত‍্যকর্মের জন্য তিনি একাধিক পুরস্কারও পেয়েছেন।
বর্তমানে তিনি ইনস্টিটিউট অফ লিটারেচার লিটারেচার অফ দ্য বুলগেরিয়ান অ্যাক্যাডেমি অফ সাইন্সেস- এ তিনি কর্মরত।

১ গ্রাউন্ড জিরো

আমি সেই বাসে উঠলাম---
 চারপাশ দেখার জন্য।।
যাতে দেখা যাবে
গোটা নিউইয়র্ক দুদিনের
 আমি অবাক
সেই রুটে আছে একটা স্টপ
'গ্রাউন্ড জিরো'।
শূন্য তাকে কি শূন্য তাকে তাকে কি শূন্য তাকে তাকে কি
করে তোলা যায় একটা আকাঙ্ক্ষার বস্তু,
 শূন্যতার জন্য টিকেটের দাম
কত হতে পারে
'গ্রাউন্ড জিরো'- র  সামনে
সবাই চুপচাপ
যেন কোন অদৃশ্য
 সমাধিক্ষেত্র সামনে।
কেবল একজন আফ্রো-আমেরিকান নারী
 তবু চিৎকার করছিল
"দেখো !"
"দেখো!"
 যদিও
পাঁচ বছর
 ইতিমধ্যে পার ইতিমধ্যে পার ।
 আমি  দেখেছিলাম
নগ্ন মাটি নগ্ন মাটি
কিছু ধ্বংসাবশেষ আবিষ্কারের
আশায়,
 কিছু চিহ্ন
 বিগত দিনের
 কিন্তু ব্যর্থ হলাম।
 ভয়ঙ্কর নৈঃশব্দ্য
আমিই ছিলাম একমাত্র টুরিস্ট
 ইতিহাস ভারাক্রান্ত

২.অগ্নিবর্ণ

বেনিআসহকলার বাইরের একটা রং রং
নীল আর লালের মেলবন্ধন
রক্তবর্ণের সমান
উষ্ণ রংয়ের গোষ্ঠীভুক্ত
রক্তবর্ণের মতো নয়
 যা
 ঠান্ডা রঙের দলে
কখনো কখনো একে কালচে লালের সঙ্গে গুলিয়ে ফেলা হয়
রক্ত লালের ক্ষেত্রেও তাই
সংযোগ :
ক্ষমতা, সম্রাজ্য, উচ্চ সম্ভ্রান্ততা

৩. তৈলস্ফটিক

তৈলস্ফটিক এই জগত
দুধ সাদা রঙে
দুধসাদা সমুদ্র
 দুধ সাদা আকাশ
চিনি দুধ সাদা
গরম সাদা দুধে
তার সছিদ্র গঠন
এবং প্রয়োজনীয় তেল
 সহজে নির্মাণ করা যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...