সাম্য
ইয়াসিন খান
এক চোখে অশ্রু ঝরে আরেক চোখে আগুন
আই - যুগের নতুন প্রহর
কাটা পড়ে শ্রমিক প্রহরীরা জাগুন
অবলীলায় কথা কয় পৌর সমাজ শহর
ওরা হাঁটে রাস্তায় আর পথে ঘাটে
সাজানো নেই জীবন
বর্ষা ভেজা ধান পড়ে আছে মাঠে
ওরা হাঁটে রেল লাইনে সারাক্ষণ
নাগরিক মন সংস্কৃতি কথনে
রোগ রোগী রাষ্ট্র যাপন
ওরা হাঁটে দূর বহুদূরে বিশাখাপত্তনমে
দাঁড়ায়ে সময় বিষ বাতাস নামে
ওরা কারা? শ্রম ও কাজ হারা
মেধা শ্রমিকেরা আজ অনলাইনে
পরজীবী সব শোধরায় না আচরণে
ওরা আর তোরা সমান হবি পৃথিবীর যতনে
ইয়াসিন খান
এক চোখে অশ্রু ঝরে আরেক চোখে আগুন
আই - যুগের নতুন প্রহর
কাটা পড়ে শ্রমিক প্রহরীরা জাগুন
অবলীলায় কথা কয় পৌর সমাজ শহর
ওরা হাঁটে রাস্তায় আর পথে ঘাটে
সাজানো নেই জীবন
বর্ষা ভেজা ধান পড়ে আছে মাঠে
ওরা হাঁটে রেল লাইনে সারাক্ষণ
নাগরিক মন সংস্কৃতি কথনে
রোগ রোগী রাষ্ট্র যাপন
ওরা হাঁটে দূর বহুদূরে বিশাখাপত্তনমে
দাঁড়ায়ে সময় বিষ বাতাস নামে
ওরা কারা? শ্রম ও কাজ হারা
মেধা শ্রমিকেরা আজ অনলাইনে
পরজীবী সব শোধরায় না আচরণে
ওরা আর তোরা সমান হবি পৃথিবীর যতনে
সত্যিই সবাই একদিন সমান হবে, তখন তাকে স্বীকার করতেই হবে।
উত্তরমুছুনkabitar bhasha mone hoy enekta bodle gechhe. apna k tarunder lekha porte hobe. ar natunotaro kabita likhte hobe.
উত্তরমুছুন