সোমবার, ১১ মে, ২০২০

কিছু বই কিছু কথা ।।নীলাঞ্জন কুমার খিদের কথা চাপা দিতেই । সুনীল শর্মাচার্য । ছোট কাগজ । ষাট টাকা ।

কিছু বই কিছু কথা ।।নীলাঞ্জন কুমার 


খিদের কথা চাপা দিতেই । সুনীল শর্মাচার্য । ছোট কাগজ । ষাট টাকা ।

খিদে বিষয়টি  শরীর মন যেমন অস্থির করে তোলে খাদ্যের জন্য , কিন্তু সারা বিশ্বের ক্ষেত্রে সেই খাদ্যদ্রব্যের বিপুল ভান্ডার এক শ্রেণীর মানুষের কাছে আছে বলে বেশির ভাগ মানুষ তা থেকে বঞ্চিত। খিদে সহ্য করতে করতে মানুষ বাড়িয়ে তোলে সহ্যগুণ।কবি  সুনীল শর্মাচার্য সে কারণে তাঁর সাম্প্রতিক কাব্যপুস্তিকা  ' খিদের কথা চাপা দিতে ' তে  লিখে ফেলেন:
' মাতৃ জরায়ু থেকে বেরিয়েই জেনেছি/  ক্ষুধা আমার একমাত্র শত্রু পৃথিবীতে ।' ('একমাত্র শত্রু '), ' আমি তোমাকে খাই/  তুমি আমাকে খাও/  পরিপূরক নিয়মে ।' ('খিদের জন্যই পৃথিবী সুন্দর ') , ' মা একদম খিদে সহ্য করতে পারে না-/তবু খিদের কোন করুণা নেই....'/ অভুক্তকে সে আরো জোরে আঘাত করে - '('উপবাসে')
                       সুনীল শর্মাচার্য সেই কবি যিনি খিদে বোঝেন বলেই তাঁর প্রাণ কাঁদে ।বাস্তবিক জীবন সন্ঞ্জাত দিকগুলো নিয়ে তিনি ভেতরে ভেতরে কাঁদেন ।খেতে না পাওয়া মানুষের চরিত্রের সঙ্গে যে বিদ্বেষ দেখতে পাওয়া যায় তাকে আত্মীকরণ করে লিখে চলেন: 'ওরা কি ক্ষুধার্ত? /দিনে / রাতে/ দিগন্ত, প্রান্তর পেরিয়ে পেরিয়ে ..../ অস্থির, একাকী! '( 'একাকী '),
                   খিদে ভিত্তিক বইটির ভেতর আছে শাসন, শোষণ, ত্রাসন, এবং বেঁচে থাকার কর্ম- পদচারণা ।প্রচ্ছদে সম্ভবত কবির মুখ দেওয়া হয়েছে । যা কাব্যগ্রন্থ
টির মর্যাদা বাড়ায়নি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...