মঙ্গলবার, ৫ মে, ২০২০

অরিন্দম চট্টোপাধ্যায় || কলকাতা ৭০ || কবিতা

কলকাতা  ৭০
অরিন্দম চট্টোপাধ্যায়

মেন রাস্তা থেকে ভেতর দিকে সরকারী আবাসন
ব্যালকনি তে কয়েকটা গোলাপ ফুল
শীত যাই যাই বসন্তে কয়েকফোটা শিশিরবিন্দু
পূবালী হাওয়া.....
মাঝে মাঝে ঘুরে ফিরে আসে সিসা ও বারুদ গন্ধ
যদি ও সকাল থেকে বাতাসে বসন্ত গন্ধ
তবু ও ঘুরে ফিরে আসে সিসা ও বারুদ
সকাল গড়িয়ে যখন দুপুর
তখন নিমেষে ব্যালকনি থেকে সমস্ত ঘর
শুশুনিয়া পাহাড় হয়ে গেল, কোথাও  বাতাস নেই
সামনে শায়িত পরমজন বুকের ওপর লেগে আছে
কয়েকটা বিপ্লব চিহ্ণ, চোখের কোন গুলো ভিজে...
পর্দাগুলো কেমন স্থির.......
পঞ্চাশ বছর শুধু ই সংখ্যা, তফাৎ নেই
পুলওয়ামা বা কলকাতা ৭০ এ
শুধু স্রোত গুলো ভেঙে যাচ্ছে মেচী বা ঝিলামে

এখন ও রয়েছে ব্যালকনিতে কয়েকটা গোলাপ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...