প্ররূঢ়
কনক মণ্ডল
গোকুলে ফেরেনি কত নাম ধরা পাখি
মন্থর আবেশ যেন কুঠির গহনে
এহেন হৃদয় এক অনন্ত পথিক
ফুলগুলি ছুঁয়ে আছে মৃত্যু অত্যধিক।
ভ্রমর মেতেছে কেন ফুলেরা কি জানে?
জানে কি ডুমুর ফুলে আছে সংগোপন!
কতকাল ঢেকে রাখি মুখোশ মিছিল
পাখিদের লাশ যায় থরে থরে চিল।
হারিয়ে পেয়েছি তারে অন্তরে অন্তরে
যা কিছু কুড়িয়ে আনি দিকচক্রবাল
মুকুট তোমার প্রিয়, প্রিয় প্রশ্নবাণ!
বন্ধুগণ দেখা হোক সম্মুখ শিয়রে...
কনক মণ্ডল
গোকুলে ফেরেনি কত নাম ধরা পাখি
মন্থর আবেশ যেন কুঠির গহনে
এহেন হৃদয় এক অনন্ত পথিক
ফুলগুলি ছুঁয়ে আছে মৃত্যু অত্যধিক।
ভ্রমর মেতেছে কেন ফুলেরা কি জানে?
জানে কি ডুমুর ফুলে আছে সংগোপন!
কতকাল ঢেকে রাখি মুখোশ মিছিল
পাখিদের লাশ যায় থরে থরে চিল।
হারিয়ে পেয়েছি তারে অন্তরে অন্তরে
যা কিছু কুড়িয়ে আনি দিকচক্রবাল
মুকুট তোমার প্রিয়, প্রিয় প্রশ্নবাণ!
বন্ধুগণ দেখা হোক সম্মুখ শিয়রে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন