শুক্রবার, ২৯ মে, ২০২০

মা ও মাধবীলতা অরিন্দম চট্টোপাধ্যায়

মা ও মাধবীলতা
অরিন্দম চট্টোপাধ্যায়

সামনে বিস্তৃত খেলার মাঠ, চারিদিকে আম গাছ
তার এক পাশে থাকার কয়েকটা আবাসন
এরকম একটা আবাসনে, মা
বড় করেছিলেন মাধবীলতা
ছাদ ছাড়িয়ে যখন আকাশের দিকে...
চলে যেতে হয়েছিল অন্য বাড়িতে
মা আর মাধবীলতা র সখ্যতা  আবার
 নতুন বাড়ির উঠোনে
সকাল যায়, সন্ধ্যা যায় মা জল দেয়, কথা বলে
মাধবীলতা শোনে, হয়ত বলে, মা'ই বোঝে
শুধু দ'জনেরই একান্ত কিছুটা সময়.....
আমার শৈশব, কৈশোরে, বাল্যকাল
জড়িয়ে  এই মাধবীলতা
ওকে নিয়ে কত যে শীত, গ্রীষ্ম,বর্ষা কেটেছে
আর কত যে রঙিন হয়ে যেত এই মাধবীলতা
তা হৃদয় ই জানে
ঝোড়ো হাওয়ায় যখন দুলে উঠত তখন
ভরা নদী মনে হত......
এখনও মা আর মাধবীলতা অবিচ্ছেদ্য
মা এখনও দেখে উত্তরের জানালা দিয়ে
আর দৃষ্টি বিনিময়ে এক অন্য সুখ.....

# আমার আর মাধবীলতার দূরত্ব
আকাশ আর ভূমির মতন
শুধু আমার দৃষ্টি ভাসে  মেঘের ভেতর
কিন্তু মাধবীলতা এসে ধরা দেয় না.....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...