কিছু বই কিছু কথা ।।নীলাঞ্জন কুমার
সুখ অসুখের সময় ছুঁয়ে । শশাঙ্কশেখর হাইত। প্রতিভাস । একশো টাকা ।
কোন কোন কবির ভেতর যে কবিতা লেখার আকাঙ্খা থাকে, তা তাঁর জীবন সংঘর্ষে কিছুদিন হারিয়ে গেলেও পরে আবার তা বাসা বাঁধে । কবি শশাঙ্কশেখর হাইত সে রকম এক কবি । কবি তাঁর কবিতাক্ষেত্রে অনেকাংশে ব্যর্থ হলেও কিছু কিছু কবিতায় তিনি বুঝিয়ে দেন তাঁর দক্ষতা । যখন তিনি এসব পংক্তি পাঠকের কাছে ছুঁড়ে দেন যেমন : 'বাঁধি তাকে আজ এই বৃষ্টির রেলিং দেওয়া জ্যোৎস্নার দুর্লভ সুযোগে । '( ''অভিভব') , ' জ্বরের তাপের মতো অস্তিত্বে জড়িয়ে তোকে/ চোখ বুজে একা একা কী আরামে শুয়ে থাকা যায় ! ' (অন্তর্গত দুঃখকে)। বলতে দ্বিধা নেই যে, কবি আজকের কবিতা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও তাঁর উত্তরিত হওয়ার তাগিদ আছে ।এই কাব্যগ্রন্থে কিছু কবিতা বর্জন যোগ্য।সুদীপ্ত দত্তের প্রচ্ছদ পেশিদারী ।কবিতার প্রচ্ছদ নিয়ে চিন্তা ভাবনার অবকাশ আছে বলে মনে করি ।
সুখ অসুখের সময় ছুঁয়ে । শশাঙ্কশেখর হাইত। প্রতিভাস । একশো টাকা ।
কোন কোন কবির ভেতর যে কবিতা লেখার আকাঙ্খা থাকে, তা তাঁর জীবন সংঘর্ষে কিছুদিন হারিয়ে গেলেও পরে আবার তা বাসা বাঁধে । কবি শশাঙ্কশেখর হাইত সে রকম এক কবি । কবি তাঁর কবিতাক্ষেত্রে অনেকাংশে ব্যর্থ হলেও কিছু কিছু কবিতায় তিনি বুঝিয়ে দেন তাঁর দক্ষতা । যখন তিনি এসব পংক্তি পাঠকের কাছে ছুঁড়ে দেন যেমন : 'বাঁধি তাকে আজ এই বৃষ্টির রেলিং দেওয়া জ্যোৎস্নার দুর্লভ সুযোগে । '( ''অভিভব') , ' জ্বরের তাপের মতো অস্তিত্বে জড়িয়ে তোকে/ চোখ বুজে একা একা কী আরামে শুয়ে থাকা যায় ! ' (অন্তর্গত দুঃখকে)। বলতে দ্বিধা নেই যে, কবি আজকের কবিতা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও তাঁর উত্তরিত হওয়ার তাগিদ আছে ।এই কাব্যগ্রন্থে কিছু কবিতা বর্জন যোগ্য।সুদীপ্ত দত্তের প্রচ্ছদ পেশিদারী ।কবিতার প্রচ্ছদ নিয়ে চিন্তা ভাবনার অবকাশ আছে বলে মনে করি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন