সোমবার, ২৫ মে, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

চিতা জ্বলে উঠতে দেরি হবে । সৌমেন সাউ । জলদর্চি ।ষাট টাকা।

দুঃখ বোধ মানুষকে চিতা কিংবা শ্মশানের কথা ভাবায় । জন্ম মৃত্যুর মধ্যে যে ঘটনা প্রবাহ নয়তো কর্মের দিক আমাদের দুঃখ বাড়ায় কারণ সুখের থেকে দুঃখের সময় বেশি কাটে আমাদের ভেতরে । দুঃখের ছটফটানি থেকে প্রকৃত কবিতা উঠে আসে জানি আর তা দেখি সৌমেন সাউ- এর কবিতায়। তাঁর ' চিতা জ্বলে উঠতে দেরী হবে '
এগারো বছর আগে পড়া কাব্যগ্রন্থটি আবার পড়ে বুঝতে পারি এক একটি পংক্তি কি করে এখনো প্রাসঙ্গিক হয়ে যায় !
   ' অলৌকিক ছাই এসে রাঙাতে রাঙাতে বলে/ কী খাবে কফি না চা?/চেয়ারে বসে হেসে ওঠে পৌষমাস।' কিংবা, ' ইচ্ছা মৃত্যু কাঁধে  নিয়ে/ তাই দেখে একা একা হেসে ওঠে/ ও পাড়ার ভিখারি বালক । ' - এর মতো কবিতার সামনে এক অবাক দুঃখ বিরাজ করে । যে দুঃখের কোন নির্দিষ্ট নাম নেই,  স্রেফ অনুভবে তাকে পালন করতে হয় ।
              ঝাড়গ্রামের এক প্রত্যন্ত অঞ্চলে সৌমেনের বসবাস বলে হয়তো তার ভেতরের বিস্ময়,  দেখার চোখ  ও কল্পনা জিইয়ে আছে ।সে কারণে ক্লাসের ফাস্টবয়ের মতো অত্যন্ত নিচু স্বরে তিনি তাঁর কথাগুলো বলেন যা ঠিক জায়গায় বিদ্ধ করে ।' গ্রামে থাকি তাই বুঝি/  বলতে গিয়ে বলতে পারি না- /ওই পাতাখসা হল শুরু/ সারারাত বক্ষ দুরু দুরু '-র মতো দেখার চোখকে হিংসে করতে ইচ্ছে হয় ।কমলেশ নন্দের প্রচ্ছদের স্বাদ তাঁর অন্যান্য প্রচ্ছদগুলির মতো মর্মস্পর্শী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...