সৌমিত্র রায়- এর জন্য গদ্য
প্রভাত চৌধুরী
২৭.
কানাইলাল জানা-র 2/1 এ, বেকার রোডের বাড়ির কবিতাপাঠের একটা ক্যালেন্ডার আপনাদের জন্য পেশ করছি।
25 মে , 1994 ॥ সঞ্চয়িতা কুণ্ডুর কবিতাপাঠ
26 জুন, 1994 ॥ রফিক উল ইসলাম চৈতালী চট্টোপাধ্যায়- - দু-জন
24 জুলাই, 1994॥ নয়ের দশকের চার কবি অর্ণব সাহা আবীর সিংহ মানসকুমার চিনি সুমিতেশ সরকার
এইদিনের অনুষ্ঠানটি হয়েছিল কালীঘাট মিলন সংঘ সভাঘরে।
28 আগস্ট ,1994 ॥ জয় গোস্বামী প্রমোদ বসু
25 সেপ্টেম্বর ,1994 ॥ আটের দশকের চার কবি অলোক বিশ্বাস জহর সেনমজুমদার নাসের হোসেন সুব্রত চেল
সুব্রত সেদিন অনুপস্থিত ছিল।
27 নভেম্বর ,1994 ॥ পবিত্র মুখোপাধ্যায়। এদিন পবিত্র মুখোপাধ্যায় ছাড়াও তার কবিতা পড়েছিলেন উপস্থিত বেশ কয়েকজন কবি।
কবিতাপাক্ষিক ১ থেকে ৪১ তম সংখ্যা পর্যন্ত কবিতা সংবাদ লিখতাম আমি। নামে কিংবা বেনামে।
৪২- ৪৩ সংখ্যা থেকে নাসের হোসেন অর্জুন মিশ্র কলমনামে কবিতাসংবাদ লেখা শুরু করেছিল। তারিখটা নোট করুন 28 জানুয়ারি ,1994। সেদিন থেকে আজ পর্যন্ত বিরামহীন। মাঝে আবার আলাদা করে শিল্পসংবাদও লিখতে হয়েছে।বড়ো ছোটো কোনো পত্রিকার এরকম কোনো কলাম-রাইটার্স খুঁজে দেখতে পারেন। পাবেন না।
মার্চ মাসে কবিতা পাঠ করেছিলেন কালীকৃষ্ণ গুহ এবং মলয় রায়চৌধুরী। কানাইলালের বাড়িতে।
দেখতে দেখতে দ্বিতীয় বর্ষ পূর্তির ঘণ্টা বেজে গেল।কবিতাপাক্ষিক -এর ২য় বর্ষ পূর্তি এবং বাঁকুড়া জেলা কবিতা উৎসব ৷ 23 এপ্রিল , 1995 ৷ বাজোরিয়া গেস্ট হাউস , লালবাজার ,বাঁকুড়া।
ওই উৎসবের আহ্বায়ক : ডা: দীপংকর মাজী , বেলিয়াতোড়।
এটা উল্লেখ করার কারণ তখনো শহর বাঁকুড়ায় কবিতাপাক্ষিকের ইয়েস-ম্যান কবি- সংগঠক একজনও পাওয়া যায়নি। যারা ছিল সকলেই নবীন যুবক।এবং প্রকৃত অর্থে কবি।
আগামীকাল সে-খবর।
প্রভাত চৌধুরী
২৭.
কানাইলাল জানা-র 2/1 এ, বেকার রোডের বাড়ির কবিতাপাঠের একটা ক্যালেন্ডার আপনাদের জন্য পেশ করছি।
25 মে , 1994 ॥ সঞ্চয়িতা কুণ্ডুর কবিতাপাঠ
26 জুন, 1994 ॥ রফিক উল ইসলাম চৈতালী চট্টোপাধ্যায়- - দু-জন
24 জুলাই, 1994॥ নয়ের দশকের চার কবি অর্ণব সাহা আবীর সিংহ মানসকুমার চিনি সুমিতেশ সরকার
এইদিনের অনুষ্ঠানটি হয়েছিল কালীঘাট মিলন সংঘ সভাঘরে।
28 আগস্ট ,1994 ॥ জয় গোস্বামী প্রমোদ বসু
25 সেপ্টেম্বর ,1994 ॥ আটের দশকের চার কবি অলোক বিশ্বাস জহর সেনমজুমদার নাসের হোসেন সুব্রত চেল
সুব্রত সেদিন অনুপস্থিত ছিল।
27 নভেম্বর ,1994 ॥ পবিত্র মুখোপাধ্যায়। এদিন পবিত্র মুখোপাধ্যায় ছাড়াও তার কবিতা পড়েছিলেন উপস্থিত বেশ কয়েকজন কবি।
কবিতাপাক্ষিক ১ থেকে ৪১ তম সংখ্যা পর্যন্ত কবিতা সংবাদ লিখতাম আমি। নামে কিংবা বেনামে।
৪২- ৪৩ সংখ্যা থেকে নাসের হোসেন অর্জুন মিশ্র কলমনামে কবিতাসংবাদ লেখা শুরু করেছিল। তারিখটা নোট করুন 28 জানুয়ারি ,1994। সেদিন থেকে আজ পর্যন্ত বিরামহীন। মাঝে আবার আলাদা করে শিল্পসংবাদও লিখতে হয়েছে।বড়ো ছোটো কোনো পত্রিকার এরকম কোনো কলাম-রাইটার্স খুঁজে দেখতে পারেন। পাবেন না।
মার্চ মাসে কবিতা পাঠ করেছিলেন কালীকৃষ্ণ গুহ এবং মলয় রায়চৌধুরী। কানাইলালের বাড়িতে।
দেখতে দেখতে দ্বিতীয় বর্ষ পূর্তির ঘণ্টা বেজে গেল।কবিতাপাক্ষিক -এর ২য় বর্ষ পূর্তি এবং বাঁকুড়া জেলা কবিতা উৎসব ৷ 23 এপ্রিল , 1995 ৷ বাজোরিয়া গেস্ট হাউস , লালবাজার ,বাঁকুড়া।
ওই উৎসবের আহ্বায়ক : ডা: দীপংকর মাজী , বেলিয়াতোড়।
এটা উল্লেখ করার কারণ তখনো শহর বাঁকুড়ায় কবিতাপাক্ষিকের ইয়েস-ম্যান কবি- সংগঠক একজনও পাওয়া যায়নি। যারা ছিল সকলেই নবীন যুবক।এবং প্রকৃত অর্থে কবি।
আগামীকাল সে-খবর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন