আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
১৬১.
বাজার/ দরদাম/ কেনা
) নিত্যিদিন (
এভাবেই শুধু থেকে যাওয়া!
১৬২.
লাইন/ ব্যবধান/ নিয়ম
) স্বাভাবিক (
আগে এসো আগে এসো ।
১৬৩.
হুল্লোড়/ হইচই/ উদ্দাম
) অসহ্য (
হয়ে ওঠে মাত্রা ছাড়ালে ।
১৬৪.
দিগন্ত/ দশদিক/ বিস্তীর্ণ
) মুক্তিশ্বাস (
তবু গ্রহবন্দি থাকতেই হয় !
১৬৫.
মুক্তি/ রাস্তা/ স্ট্রিয়ারিং
)।লংড্রাইভ (
ছোটো ছোটো ছোটো ছোটো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন