শুক্রবার, ২২ মে, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || সুনীল শর্মাচার্য

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

বাঁশ ও তেলের ছড়া । সুনীল শর্মাচার্য । বাঁশ প্রকাশনী । কুড়ি টাকা ।

যাচ্ছি । সুনীল শর্মাচার্য । বাঁশ প্রকাশনী । কুড়ি টাকা ।

আমাদের দেশে বুদ্ধিজীবী কবি লেখক ও রাজনীতিবিদ  দের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির যে ঘটনা নিত্যি দেখা  যাচ্ছে , তা কারোর কাছে অজ্ঞাত নয় । এই সব বিষয় নিয়ে সুনীল শর্মাচার্যের 'বাঁশ ও তেলের ছড়া বেশ উপভোগ্য হয়ে উঠেছে ।
          সুনীল বাবুর ছড়াগুলি যেমন ক্ষুরধার তেমনি বুদ্ধিদীপ্ত ,যেমন: ' পেটে ভাত নেই তবু খেটে যাও/ জনধনে রাখো টাকা, /ভেবে লাভ নেই, রাজাই তো লোটে/ গরীবজনের টাকা '। ('জনধনে '),' নিরপেক্ষ হয় না কিছুই/সব তো পক্ষপাতি ,/নিজের ঘরে চুরি করেই/ নিজের ধ্বংসে মাতি। (' বাঁশ ও তেলের ছড়া')
            পাশাপাশি এই কবিরই 'যাচ্ছি ' কাব্য পুস্তিকায় তিনি লেখেন: ' তবু প্রতিদিন কী এক অন্ধ বিশ্বাসে/শাপ দিতে দিতে পরস্পর জিঘাংসায়/ বাঘ, মানুষে কোনো পার্থক্য দেখি না! '('তুমি আমি '), আমরা চাঁদের রঙে ধর্ম খুঁজি/ আমরা ফুলের গন্ধে ধর্ম খুঁজি/  আমরা মাটি
ও জলে বিভেদ খুঁজি .../ কিন্তু পৃথিবী কোন ধর্মে বিশ্বাসী নয় ।'(ঈশ্বর ')।
        সুনীল শর্মাচার্য সেই কবি যিনি প্রকৃতার্থে প্রতিবাদী । তার প্রতিবাদ বিদ্ধ করে, ভাবায় ও সমাজের ভ্রষ্টাচারকে চিন্হিত করে । যদিও ভালো মানুষ ভালোই থাকবে আর খারাপ মানুষ খারাপ তাই শোষণ থাকবে ও কবিতাও থাকবে আদি অনন্তকাল ধরে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...