সোমবার, ১৮ মে, ২০২০

বড় প্রথম ভাগ না পড়ারই ফল || অভিজিৎ দাসকর্মকার || কবিতা


বড় প্রথম ভাগ না পড়ারই ফল 
অভিজিৎ দাসকর্মকার 


যে ছেলেটি পূর্বগ্রামের হাঁটুজল থেকে শব্দ কুড়িয়ে এ-চত্বরে প্রবেশের বিনয়ী বাচ্য পরিবর্তন করে চেলেছিল__
তার পিছনপাকামো অক্ষরগুলো অশিক্ষিত।

শূন্যের ভিতরে তার সমাজ এখনো জ্ঞানহীন।
Icon পত্রে কোনো শূন্য বা দশমিক কবিতা দেয়া যাচ্ছে না।
আলোর মুখার্জিসন্ধ্যা সেই বকুল-অন্ধকারের নিচে,
কোন দুঃস্বপ্নে নবীনবিড়ি খায়,
চা-এর দোকানে বসে চৌধুরী বাগানকে হাতের রেখার স্বরবর্ণ বা স্বরবৃত্তের উৎসব যাপন বলে।  অথচ
জানে না কবিতা ক্যানো লিখি?

বিজ্ঞানের পদার্থগুলো অবর বিদ্যালয়ে ঝাল নুনের গসিপে খচখচ করছে।
মানসিক কথাবার্তার ভিতরে অসভ্য তর্জনী, আর

Sir যে শুধু ১টি স্যালুটেশন বর্ণমালা নয় তা বড় প্রথম ভাগ না পড়ারই ফল।


*

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...