সোমবার, ১১ মে, ২০২০

কল্পজ্যোতি @ বর্ষবরণে | সৌমিত্র রায় | ধারাবাহিক রিদমিক্স

কল্পজ্যোতি @ বর্ষবরণে | ধারাবাহিক রিদমিক্স
সৌমিত্র রায়


|| আনন্দ ||
 |
যাঁর চেতনায় পাপড়ি মেলছে ফুল,
প্রজাপতির ডানায় রঙের নৃত্য !
তাঁর চেতনায় শিল্পীসত্তা জাগো ,
হে জীবন, জাগো কাব্যে, থাকো যুক্ত ৷৷
     |
চমকে উঠলো ভোর ; তেঁতুলতলার মাঠে ; পয়লা বৈশাখ ; ১৪২২ ; রাতের শেষ আঁধারকে পরম আদরে বিদায় জানাচ্ছে প্রদীপ, মোমবাতির শিখা ;  শঙ্খধ্বনি ; ঘড়ির স্বাচ্ছন্দ্যে বরণডালায় আহ্লাদিত নববর্ষের প্রথম সূর্যোদয় ; গা ঝাড়া দিয়ে পাখিরা কী যেন বলাবলি করছে ; অভ্যাস ভেঙে কারা যেন ভালোবাসছে তাদেরও ; অন্তর্চেতনায় ; আহা আনন্দ ; পাতায় পাতা এ ওকে ছুঁয়ে অভ্যাসবশত কথা বলায় ~ ভোরের মৃদুভাষী হাওয়া আহ্লাদিত ~ কবিকণ্ঠে উচ্চারিত কবিতার ধ্বনিতে ; ওহে পাখি জ্যোতির্ময়, ঠোঁটে কী বাজাও ; প্রবীণ নাট্যশিল্পীর একাকী নাটকে অনর্গল ; এসো নূতন
|
জ্ঞানপাখি ওরে চঞ্চল অস্থির,
কাহিনিকারের কল্প-বিলাসে এসো ৷
জানা-অজানার বাহির ও অন্তরে,
সবটুকু নিয়ে জীবনকে ভালোবেসো || 
|
|| শান্তি ||


1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...