কিছু বই কিছু কথা ।।নীলাঞ্জন কুমার
জাগর মরুভূমি । কমল তরফদার । প্রিয়শিল্প প্রকাশন। আশি টাকা ।
মরুভূমি নিয়ে বাংলা কবিতা তেমন দেখা যায় না, কারণ এ বাংলায় কোন মরুভূমি নেই ।মরুভূমি দেখতে গেলে রাজস্থান যেতে হয়, তা আমরা ট্যুরিস্ট হিসেবে দেখি। ফলে কবিতার আস্বাদ সেখান থেকে আসে না ।
কবি কমল তরফদার যেহেতু রাজস্থান ও আরবের মরুভূমি অনেক দিন ধরে কাছ থেকে দেখেছেন তাই তাঁর মরুভূমির প্রতি ভালোবাসা থেকে গড়ে উঠেছে 'জাগর মরুভূমি ' নামের অসামান্য কাব্যগ্রন্থ ।১৯৯৭ থেকে বর্তমান পর্যন্ত তিনি একের পর এক কবিতা লিখেছেন মরুভূমি বিষয়ক যা এখানে গ্রন্থিত ।তিনি লেখেন: : ' কাঁটাপাতা খাও, এদিকেতো পায়ে/ কিক্কড়ের
কাঁটা ফুটলে, অথবা যিশুর মতো পেরেক,/ চিল্লিয়ে একশা, সহনশীলতার প্রকাশনা চুরমার ।' (কদম কদম বালির পথে) ।' , ' ইরাকি মরুর আত্মা ঘুরে বেড়ায়/ বিশ্বের সব মরুভূমি । '
কমল তরফদার বইটিকে দু ভাগে ভাগ করেছেন যথাক্রমে 'ময়ূর 'ও' বাজপাখি' । আরবের জাতীয় পাখি বাজপাখির দেশের মরুভূমি নিয়ে তিনি লেখেন: ' হাল ফ্যাশনের এরা আরবিনী? / এখানে জনস্রোত আছে, নীচুস্বরে/ কথাবার্তা আছে । উলুখাগড়া নেই ।' অথবা ' মরুর বালিতেও প্রেম জাগে । আমি অবুঝ/ উটের মতো কাঁটা চিবোতে চিবোতে মুখ তুলে, /বহু পথ পার হয়ে গেছি । মরিচিকা দেখিনি ।' ('মরুবিভ্রম')।
কবির বইটির ভেতর ফুটে উঠেছে আমাদের না দেখা অনেক কথা । রণকোয়েল তরফদারের ক্যামেরায় তোলা প্রচ্ছদের দিকে তাকিয়ে থাকতে হয় । তাঁর অন্যান্য ছবিগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ।
জাগর মরুভূমি । কমল তরফদার । প্রিয়শিল্প প্রকাশন। আশি টাকা ।
মরুভূমি নিয়ে বাংলা কবিতা তেমন দেখা যায় না, কারণ এ বাংলায় কোন মরুভূমি নেই ।মরুভূমি দেখতে গেলে রাজস্থান যেতে হয়, তা আমরা ট্যুরিস্ট হিসেবে দেখি। ফলে কবিতার আস্বাদ সেখান থেকে আসে না ।
কবি কমল তরফদার যেহেতু রাজস্থান ও আরবের মরুভূমি অনেক দিন ধরে কাছ থেকে দেখেছেন তাই তাঁর মরুভূমির প্রতি ভালোবাসা থেকে গড়ে উঠেছে 'জাগর মরুভূমি ' নামের অসামান্য কাব্যগ্রন্থ ।১৯৯৭ থেকে বর্তমান পর্যন্ত তিনি একের পর এক কবিতা লিখেছেন মরুভূমি বিষয়ক যা এখানে গ্রন্থিত ।তিনি লেখেন: : ' কাঁটাপাতা খাও, এদিকেতো পায়ে/ কিক্কড়ের
কাঁটা ফুটলে, অথবা যিশুর মতো পেরেক,/ চিল্লিয়ে একশা, সহনশীলতার প্রকাশনা চুরমার ।' (কদম কদম বালির পথে) ।' , ' ইরাকি মরুর আত্মা ঘুরে বেড়ায়/ বিশ্বের সব মরুভূমি । '
কমল তরফদার বইটিকে দু ভাগে ভাগ করেছেন যথাক্রমে 'ময়ূর 'ও' বাজপাখি' । আরবের জাতীয় পাখি বাজপাখির দেশের মরুভূমি নিয়ে তিনি লেখেন: ' হাল ফ্যাশনের এরা আরবিনী? / এখানে জনস্রোত আছে, নীচুস্বরে/ কথাবার্তা আছে । উলুখাগড়া নেই ।' অথবা ' মরুর বালিতেও প্রেম জাগে । আমি অবুঝ/ উটের মতো কাঁটা চিবোতে চিবোতে মুখ তুলে, /বহু পথ পার হয়ে গেছি । মরিচিকা দেখিনি ।' ('মরুবিভ্রম')।
কবির বইটির ভেতর ফুটে উঠেছে আমাদের না দেখা অনেক কথা । রণকোয়েল তরফদারের ক্যামেরায় তোলা প্রচ্ছদের দিকে তাকিয়ে থাকতে হয় । তাঁর অন্যান্য ছবিগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন