আটপৌরে কবিতা
সুদীপ বিশ্বাস
১.সজনে সবুজ
তিরতির। ঝুলবারান্দা। রোদ্দুর।
সুপ্রভাত
আবার নতুন যুদ্ধ শুরু।
২.কাঞ্চন সাদা
এসিরুম। ভোল্টাস।শীতলতা।
নকশিকাঁথা
জড়িয়ে নিচ্ছি ভোরের আমেজ।
৩.জবাফুল
গর্ভকেশর। ঝুমকোলতা। নাতিশীতোষ্ণ।
পাদপদ্মে
তোমায় দিয়েছি আমার জলাঞ্জলী।
৪.ডাগর টগর
রংচটা। ফ্যাকাসে। বিলাপ।
যমুনাবতী
দেহলতায়য় ঢেউ উঠছে অবিরাম।
৫.কাঁঠাল কাটা
সবুজ। হলুদ। লালারস।
খিদে
ভিতর ঘরে অযুত রসায়ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন