সোমবার, ৪ মে, ২০২০

কবিতা || ভৌগোলিক হিমরেখা বিস্তীর্ণ এঁটেল গণতন্ত্র || অভিজিৎ দাসকর্মকার

ভৌগোলিক হিমরেখা বিস্তীর্ণ এঁটেল গণতন্ত্র
অভিজিৎ দাসকর্মকার

হঠাৎ চলে যাওয়া পাকামি-হাওয়া, আমি জ্যামিতি করছি পরিসর বরাবর | আর,
কিছু কথা আজ বেশ বুদ্ধিজীবী বক্তা হয়ে মঞ্চস্থ হয়ে চলেছে ...

মনে হয় আজ বেশি রোদ উঠেছে |

উইঢিবির নিচে চরম ভাবাপন্ন ইতিহাস লেখা হচ্ছে রূঢ়  বুড়িবালামের গড় উষ্ণতায় |

দ্যাখো রেশন কার্ডের তালিকায় আমি অন্ত্যোদয় সীমার বৃষ্টিচ্ছায়া অঞ্চলে___
তবুও -
অযৌক্তিক যাপন কথায় ফিনিক্সের আঁচড়, এবং আমলকী হাওয়া বয়ে চলেছে পশ্চিমবাহিনী হয়ে |

হয়তো-বা অন্তর্বাহিনী মন ভৌগোলিক হিমরেখা বিস্তীর্ণ বর্গকিলোমিটার জুড়ে হাত ধরে টানছে এঁটেল গণতন্ত্র |

না হয়-
তরাই-এর ৩০০ সে.মি চিরহরিৎ বৃষ্টিপাতে জড়িয়ে চুমু খাওয়া |

কারণ,
নীল ব্লাউজের প্রতিবেশী হাতায় সিঁড়ির অন্ধকার ব-দ্বীপ প্রবাহে বইছে___

জানি না কোন ভূপ্রকৃতির ঝলকে
দাঁতের চমক আজ বুকের গভীরে যুবতি হচ্ছে গোমুখ থেকে লবনাক্ত মালভূমি অবধি...


*

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...