বিশ্বদুনিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
রোমান কিসিয়ভ- এর কবিতা
কবি ও শিল্পী রোমান কিসিয়ভ (Roman Kissiov, 1962) জন্মেছেন বুলগেরিয়ার কাজানলক শহরে। সোফিয়ার ন্যাশনাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে তিনি শিল্পকলা বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। বুলগেরিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের পত্রপত্রিকায় তাঁর কবিতা এবং অনুবাদ প্রকাশিত। বিভিন্ন জায়গায় তিনি আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ করেন। বুলগেরিয়ার অনেক বিশিষ্ঠ কবির কবিতাগ্রন্থে তিনি ইলাস্ট্রেশন করেছেন।
১.
আর্স পোয়েটিকা
বারবার খোঁজা
কবিতার দিকে পথ---
শব্দ ভারে স্হূল
২.
শব্দ
কত কত শব্দ শব্দ শব্দ শব্দ শব্দ
শব্দ শব্দ শব্দ শব্দ শব্দ শব্দ
শব্দ শব্দ শব্দ শব্দ শব্দ
শব্দ শব্দ শব্দ শব্দ
শব্দ শব্দ শব্দ
শব্দ শব্দ
শব্দ
আর কেবল একটাই জীবন!
৩.
কমা
জীবন
একটা কমার
সারি
একদল কমা
ও প্রশ্ন চিহ্ন
শৈশব
একদল কমা
আর বিস্ময় -চিহ্ন
যৌবন
একদল কমা
ও বিলুপ্তি চিহ্নায়ক ডট
বার্ধক্য
সব শেষে,
এক অদৃশ্য হাত বাসায়
দাঁড়ি।
৪.
কবির ছায়া
একবার ডেস্কের ওপর ঝুঁকে
কবি অবাক হয়ে দেখে
কাগজের ওপর তার প্রোফাইলের ছায়া
কেবল শব্দে শব্দে ভরা।
৫.
কবির সমাধি
মাটির ওপর খুঁজো না তাকে
তার সমাধি আকাশে---
মাটির বদলে সাদা মেঘ
সমাধিফলকের বদলে সূর্য
আর তিন সারি পাখি
সমাধিলিপি।
রুদ্র কিংশুক
রোমান কিসিয়ভ- এর কবিতা
কবি ও শিল্পী রোমান কিসিয়ভ (Roman Kissiov, 1962) জন্মেছেন বুলগেরিয়ার কাজানলক শহরে। সোফিয়ার ন্যাশনাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে তিনি শিল্পকলা বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। বুলগেরিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের পত্রপত্রিকায় তাঁর কবিতা এবং অনুবাদ প্রকাশিত। বিভিন্ন জায়গায় তিনি আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ করেন। বুলগেরিয়ার অনেক বিশিষ্ঠ কবির কবিতাগ্রন্থে তিনি ইলাস্ট্রেশন করেছেন।
১.
আর্স পোয়েটিকা
বারবার খোঁজা
কবিতার দিকে পথ---
শব্দ ভারে স্হূল
২.
শব্দ
কত কত শব্দ শব্দ শব্দ শব্দ শব্দ
শব্দ শব্দ শব্দ শব্দ শব্দ শব্দ
শব্দ শব্দ শব্দ শব্দ শব্দ
শব্দ শব্দ শব্দ শব্দ
শব্দ শব্দ শব্দ
শব্দ শব্দ
শব্দ
আর কেবল একটাই জীবন!
৩.
কমা
জীবন
একটা কমার
সারি
একদল কমা
ও প্রশ্ন চিহ্ন
শৈশব
একদল কমা
আর বিস্ময় -চিহ্ন
যৌবন
একদল কমা
ও বিলুপ্তি চিহ্নায়ক ডট
বার্ধক্য
সব শেষে,
এক অদৃশ্য হাত বাসায়
দাঁড়ি।
৪.
কবির ছায়া
একবার ডেস্কের ওপর ঝুঁকে
কবি অবাক হয়ে দেখে
কাগজের ওপর তার প্রোফাইলের ছায়া
কেবল শব্দে শব্দে ভরা।
৫.
কবির সমাধি
মাটির ওপর খুঁজো না তাকে
তার সমাধি আকাশে---
মাটির বদলে সাদা মেঘ
সমাধিফলকের বদলে সূর্য
আর তিন সারি পাখি
সমাধিলিপি।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন