আটপৌরে সিরিজ : ৩
অলোক বিশ্বাস
কবিতার শ্রোতা
---------------------
মঞ্চে কবিতা চলাকালীন
কয়েকজন
শ্রোতা মোবাইলে পর্ণগ্রাফি দেখছে
তৃতীয় বিশ্ব
---------------
ব্যবহৃত কন্ডোমটির প্রকৃতিতে
দেখলুম
অবনত তৃতীয় বিশ্বের গণতন্ত্র
সম্পাদক
-------------
একগুচ্ছ কবিতার অনুরোধে
বলেছো
একদিনের মধ্যেই দিতে হবে
শিষ্য
------
নতুনবাবুর শিষ্যরা সব
সুযোগ
পেলেই সামন্ততন্ত্রে তুলছে রব
কীর্তিকলাপ
----------------
মুখ্যমন্ত্রী কার্টুন আঁকলেন।
শিমুলতুলোর
হাসতে হাসতে পেট ফাটছে
অলোক বিশ্বাস
কবিতার শ্রোতা
---------------------
মঞ্চে কবিতা চলাকালীন
কয়েকজন
শ্রোতা মোবাইলে পর্ণগ্রাফি দেখছে
তৃতীয় বিশ্ব
---------------
ব্যবহৃত কন্ডোমটির প্রকৃতিতে
দেখলুম
অবনত তৃতীয় বিশ্বের গণতন্ত্র
সম্পাদক
-------------
একগুচ্ছ কবিতার অনুরোধে
বলেছো
একদিনের মধ্যেই দিতে হবে
শিষ্য
------
নতুনবাবুর শিষ্যরা সব
সুযোগ
পেলেই সামন্ততন্ত্রে তুলছে রব
কীর্তিকলাপ
----------------
মুখ্যমন্ত্রী কার্টুন আঁকলেন।
শিমুলতুলোর
হাসতে হাসতে পেট ফাটছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন