মঙ্গলবার, ২৬ মে, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || শ্রেষ্ঠ কবিতা~ অনন্ত দাশ

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

শ্রেষ্ঠ কবিতা । অনন্ত দাশ । একুশ শতক । দুশো টাকা ।

কবি অনন্ত দাশের দীর্ঘ পন্ঞ্চাশ বছরের কাব্য পরিক্রমার সারাৎসার পেয়ে যাই তাঁর শ্রেষ্ঠ কবিতার ভেতরে দিয়ে । ষাটের দশকের কবিদের মধ্যে যে কতিপয় কবি এখনো আমাদের সঙ্গে রয়েছেন তাঁদের মধ্যে অবশ্যই অনন্ত দাশ অন্যতম , তা অবশ্যই আনন্দের বিষয় । তাঁর পথ পরিক্রমার ভেতর দিয়ে তিনি তাঁর অভিজ্ঞতা আমাদের ছড়িয়ে দিয়েছেন কবিতার ভেতর দিয়ে,  যা আমাদের বিশেষ পাওনা বলে মনে করি ।
         ১৯৬৮সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ' গতসূর্যের আলো ' তে তাঁকে পাই: ' নিজেরই নখর আঘাতে নিজেকে করেছি ছত্রাকার/  বিরোধী হাওয়ায় মুক্ত আমার শোক '   (নিজের প্রতি )থেকে বুঝতে পারা যায় তিনি 'লম্বা রেসের ঘোড়া '। যা ২০১৮ সালেতে প্রকাশিত তাঁর সর্বশেষ কাব্যগ্রন্থ  ' তুমি অগ্নি তুমি অশ্রুজল 'তে
'স্বপ্নের জগৎ থেকে নেমে আসি একাকিত্বে / হলুদ বাস্তবপৃথিবীতে ।' -তে তাকে পরিশিলিত ভাবে পেয়ে যাই । সমাজবাদী এই কবি আমাদের সামনে রেখে যান
' খুব বেশি দূর নেই/  মানুষের কষ্টের লাঘব/ খুব শীঘ্র
হবে/  কিন্তু কবে? '(দিনকাল')।
           ১৯৫৭সালে অর্থাৎ স্কুল জীবনের থেকে শুরু কবিতা লেখা শুরু  করা কবি অনন্ত দাশের  বহু কবিতা পছন্দের তবু এ কথা বলতে বাধ্য সামান্য হলেও কিছু কবিতা এই শ্রেষ্ঠ  সংকলনটিতে পরিহারের প্রয়োজন ছিল ।এক্ষেত্রে কবির সৃষ্টির প্রতি অপত্য স্নেহ হয়তো কিছুটা দায়ী । অনন্ত দাশের শ্রেষ্ঠ কবিতা সংকলনের যে প্রয়োজন ছিল সার্বিক মূল্যায়নের জন্য তা পূর্ণ হয়েছে । তিনি লিখুন সুস্থ থাকুন এই কামনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...