শনিবার, ১৬ মে, ২০২০

দুটি কবিতা || সাহিন আক্তার কারিকর

দুটি কবিতা
সাহিন আক্তার কারিকর

স্রষ্টার চরিত্রনাশ ঘটে না 

পেয়ালেতে চুমুক অসাড় নাগর বসন্ত শেষ
প্রাক্তন হওয়ার পর্যায় ফলনে পতঙ্গ
লাবণ্যময়ীকে ডাক্তার একদিন মরিচ লবঙ্গ খেতে বলে ছিল, লিচ্ জমির সময় হলে ছেড়ে দিতে হয়।
কিন্তু বিশ্বাস কর, শিল্পী কখনও রবারের ব্যবহার করেনি,
শিল্পীকে আধুনিক হতে এক প্যাগ মদই যথেষ্ট ।
শিল্পী শিল্পকে রাঙাতে পারে সজাগে কিম্বা নেশায়,
লক্ষ্য একটাই স্রষ্টার সৃষ্টিতে কোনও চরিত্রনাশ ঘটেনি।
নগর ও নাগর মডেল ফ্লোরেন্স অলিগলিতে চোখ রাখত না মোনালিসার সমালোচনক,
কৃষ্ণের লীলায় কেউ কি ধর্মঘট করে ছিল?


জিইয়ে থাকুক লড়াই

রক্ত শীতল হলে মনে পড়বে সব দোষ ত্রুটি।
৮ ফাল্গুন...
বুক বেয়ে নেমে আসছে রক্ত, মুখে আমার ভাষা,
সেই ভাষার ভক্তি দেখে পৃথিবী পাল্টাচ্ছে প্রতিনিয়ত ।
হিসাবের হাঁড়িতে জোয়ার,
মানুষের মানবিকতা দেখে লজ্জায় লুকিয়েছে চাঁদ
রাষ্ট্রভাষার গালে চড় মেরে
শুয়ে শুয়ে প্রানের ভাষা সঙ্গীত গাইছে বরকত ...
সাল ভেঙে অ আ ক খ বুনিয়দ
সবুজের গর্ভে লাল সূর্য ৯ টায় হামাগুরি দিয়ে কিনে আনছে সম্মান...
                        প্রকৃতির স্তন স্তাবক থেকে উঠে আসছে ১৩৫৮ সাহিত্য...
আলোর পথ ধরে হাঁটতে হাঁটতে কাল বৈশাখীর সন্ধ্যায় 
লাল পাড় সাদা শাড়ি পড়ে বনলতা আবার উকি দিচ্ছে
ধানসিঁড়ি এই বাংলায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...