শুক্রবার, ১৫ মে, ২০২০

বিশ্বদুনিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || গিয়র্গি বেলোরেচকি-র কবিতা

বিশ্বদুনিয়ার নতুন কবিতা 

রুদ্র কিংশুক 

গিয়র্গি বেলোরেচকি-র কবিতা 

গিয়র্গি বেলোরেচকি (Georgi Belorechky, 1990)-র জন্ম বুলগেরিয়ার মন্টানাতে। তিনি লেটার অব ফ্লেস
নামের একটি প্রখ্যাত সাহিত্যি সাহিত্য সংস্থা গড়ে তোলেন। তাঁর কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। বর্তমানে তিনি সোফিয়ার অধিবাসী।

১. সবাই কবি

তোমরা জানো মহান কবি কী উপাদানে তৈরি? তিনি একজন লজ্জাহীন মানুষ, মুখ লাল করতে অসমর্থ।
--------হাম সুন, মিস্ট্রিজ


কবিরা  ঘুমোতে পারে না
তারা সর্বদাই জাগ্রত
এমনকি প্রতিদিনের জীবনেও
তাদের মনে হয় কিছুটা কুঁড়ে।
তারা দেখে, হাঁটে , কাজ করে
 পাগলাটে নিদ্রা-চারীদের মতো,
 দিনের বেলা তারা ভাবনার ভেতর সাঁতরায়
কে জানে কী তারা  মেপেছে।

পালক -ছাড়ানো পাখি
তাদের দোসর
প্রকৃতিতে ,
পালক-খসানো তারা রাস্তা ধরে হাঁটে
দেয়াল থেকে জোগাড় করে
মানব-আকাঙ্ক্ষা...

 আর রাতে
ছোট আলোকিত
পরিসরে,
 তারা কাটে তাদের ধাতব পাত্র
অন্য মানুষের স্মৃতি থেকে
 শব্দে শব্দে।

২.চালিয়ে যাওয়া

আমি হারিয়ে গেছি রাস্তার মাঝে,
আমি হারিয়ে গেছি দিনের মধ্যভাগে,
আমি নিজেকে ছাড়াচ্ছি চিন্তা ভাবনা থেকে,
আমি নিজেকে ছাড়াচ্ছি ঝামেলা ঝঞ্ঝাট থেকে।

 আমি তাকাচ্ছি সামনে
পিছনে  ছাড়ছি দীর্ঘশ্বাস,
আমার তৃষ্ণা মিটিয়ে
প্রতিটি পদক্ষেপে ,

আমি চালিয়ে যাচ্ছি। কোনভাবে
 বর্তমান থেমে গেছে ---
ঘটমান বর্তমান---
 আমার আরম্ভের নাভিমূল ।

আমি চালিয়ে যাচ্ছি ,
না থেমে ,
কোথায় যাব না জেনে,
 কারণ আমি জানি না
অন্য কোন পথ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...