রবিবার, ৩১ মে, ২০২০

সূর্যসন্তান || হরিৎ বন্দ্যোপাধ্যায় || কবি শম্ভু রক্ষিত স্মরণে

সূর্যসন্তান
-------------
হরিৎ বন্দ্যোপাধ্যায়


( প্রিয় কবি শম্ভু রক্ষিতকে )


ছুটি হয়ে গেছে অনেকক্ষণ
সূর্য পেড়ে নেওয়ার ইচ্ছা দেখিয়েছিল যে ছেলেরা
তারা এই কিছুক্ষণ আগেও স্কুল বারান্দায়
খুব একচোট দৌড়ঝাঁপ করেছে
দু'একজন জানলাও খুলতে চেয়েছিল
বাতাসের যন্ত্রযানে খই ফোটানো কিছু অভ্যস্ত মুখ
আর জানলার হাওয়ায় জামার বোতাম খোলায়
কিছু অনভ্যস্ত শরীর গুটিয়ে গিয়েছিল
ঝলসে গিয়েছিল বেশ কয়েকটি হাত

জানলায় মুখ রেখে সবুজ দেখছিল সূর্যসন্তান
শুধুমাত্র বদলে ফেলার তীব্র ইচ্ছায়
অস্থির পায়চারি কাঁপিয়ে দিচ্ছিল পার্থিব পৃথিবী
ছেনি হাতুড়ির স্পর্ধিত সংলাপে কেটে নিচ্ছিল
যন্ত্রণাকাতর মায়ের নিজস্ব ভুগোল
আর ধিক্কার দিচ্ছিল সেইসব বৃত্তগত শরিকদের
যারা চেনা হাওয়ায় হাত পা ছুঁড়ে
আত্মশ্লাঘায় রঙিন হয়ে উঠছিল

সূর্যের ক্যানভাসে সে ছুঁড়ে দিচ্ছিল ইচ্ছের রঙ
তারপরে হলুদ রঙের থেকে বেরিয়ে আসছিল
অগণন বিদ্রোহের রেখা
যাদের গতিপথ চেনার মতো মাথা
এখনও পৃথিবীতে আবিষ্কার হয় নি ।



৪টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...