শনিবার, ৩০ মে, ২০২০

জন্ম || নাসের হোসেন || কবিতা

জন্ম
নাসের হোসেন

জীবনটা মোটেই জটিল কিছু নয়, তবু তা জটিল
ওপর- ওপর দেখতে বড়োই সরল মনে হয়
জীবনের অনেক সেকটর, প্রতিটি সেকটর- ই
কর্মব্যস্ত,তুমি যদি মনে করো অমুক সেকটর

মটকা মেরে ঘুমোচ্ছে, সেটা মটকা- ই,কারণ
আসলে সে ঘুমোচ্ছে না,কেননা এত কর্মব্যস্ততার
মাঝে ঘুম---একটা নির্ভেজাল নি:শব্দ ঘুম---আসে না
মস্তিষ্ক সর্বদাই সজাগ,কোথাও কোনো অঘটন

ঘটলো না তো? ওই ডেকে উঠছে কোকিল
ওই ডেকে উঠছে কাক,একজন সুরের রাজা
অন্যজন বেসুরের রাজা,দু- জনের দ্বৈরথ থাকলেও
বেসুরের অশোভন বাসাতেই তো সুরের শাবকেরা জন্ম নেয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...